ওয়ার্নারের ভূমিকায় যেতে চান হ্যাজেলউড

ছবি:

বল টেম্পারিং ঘটনার পরে আন্তর্জাতিক অঙ্গনে এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন দলটির অধিনায়ক স্টিভ স্মিথ আর দলটির সহ অধিনায়ক ডেভিড ওয়ার্নার। তবে থেমে থাকেনি ক্রিকেট অস্ট্রেলিয়া।
নিজেদের সেরা দুই ক্রিকেটারকে শাস্তি দিয়ে সঙ্গে সঙ্গেই বিকল্প অধিনায়কের নাম ঘোষণা করেন তারা। টিম পেইন হয়ে যান নতুন টেস্ট অধিনায়ক। এরপরে ওয়ানডে দলের নেতৃত্বও দেওয়া হয়েছে এই উইকেটরক্ষক ব্যাটসম্যানকে।
ওয়ানডে দলে পেইনের সহকারী হিসেবে রাখা হয়েছে অ্যারন ফিঞ্চকে। আর টি-টুয়েন্টির দল সামলানোর পুরো দায়িত্বই পাচ্ছেন ফিঞ্চ। টি-টুয়েন্টি দলে ফিঞ্চের সহকারী হিসেবে থাকছেন আরেক উইকেটরক্ষক ব্যাটসম্যান অ্যালেক্স ক্যারে।

তবে টেস্ট দলে এখনো কোনো সহকারীর নাম ঘোষণা করেনি ক্রিকেট অস্ট্রেলিয়া। তাই এখনো পদশুন্য অবস্থায় রয়েছে ডেভিড ওয়ার্নারের স্থান। আর এই জায়গায় নিজেকে দেখতে চাইছেন দলের ফাস্ট বোলার জশ হ্যাজেলউড।
অজি মিডিয়ার কাছে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, 'অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণ সবসময়ই দারুণ। আমরা সবসময় দারুণ কিছু করার চেষ্টা করি। আমাদের জায়গাও নড়বড়ে নয়। আমি মনে করি আমার সহজাত নেতৃত্বগুণ আছে।
'আমার যখন অভিষেক হয়েছে তখনকার দল থেকে এই দলটা আলাদা। আমি খুব দ্রুতই নেতৃত্বগুণ রপ্ত করে ফেলেছি বলে মনে হয়। আর পেইনের সঙ্গে যদি বোলিং ইউনিটের কেউ নেতৃত্ব দিতে পারে তাহলে বিষয়টি হবে দারুণ কিছু।'