আগামী দিনের সুপারস্টার খুঁজে পেয়েছেন ওয়ার্ন

ছবি:

সাঞ্জু স্যামসনের প্রতিভায় মুগ্ধ রাজস্থান রয়্যালসের কোচ শেন ওয়ার্ন। এভাবে খেলতে থাকলে স্যামসন ভারতীয় ক্রিকেটের আগামী দিনের সুপারস্টার হবেন বলে মনে করছেন ওয়ার্ন।
'পেস এবং স্পিন দুটোই সে সমান তালে খেলতে পারে। সে ভারতীয় ক্রিকেটের নতুন সুপারস্টার হতে যাচ্ছে। এখন সে দারুণ ফর্মে আছে। নিয়মিতই সে আন্তর্জাতিক মানের ক্রিকেট খেলে।'

উল্লেখ্য, আইপিএলের অন্যান্য আসরের মতো এই আসরও দুর্দান্ত কাটছে রয়্যালস উইকেটকিপার স্যামসনের। এরইমাঝে ৩৪.৪৫ গড়ে ১২ টি ম্যাচে ৩৭৯ রান করেছেন তিনি। প্রশংসা কুড়িয়েছেন ধারাভাষ্যকারদের থেকেও।
স্যামসন ছাড়াও এবারের আইপিএলে আলো ছড়াচ্ছেন দিল্লী ডেয়ারডেভিলসের উইকেটরক্ষক রিশভ পান্ত। কিংবদন্তী লেগ স্পিনার শেন ওয়ার্ন প্রশংসা করেছেন পান্তেরও।
'ভারত এই মুহূর্তে দারুণ কয়েকজন ক্রিকেটার পেয়ে গিয়েছে। স্যামসনের মতো রিশভ পান্তও দারুণ ক্রিকেট খেলছে। এই দুজন তরুনের মতো এতো দারুণ ব্যাটসম্যান আমি অনেকদিন দেখিনি।'