রানবন্যার ম্যাচে শেষ হাসি কলকাতার

ছবি:

আইপিএলে শনিবার দিনের প্রথম খেলায় রানবন্যার জোয়ারে ভাসাল শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। ইনদোরে কিংস ইলেভেন পাঞ্জাবকে ৩১ রানে হারিয়েছে তারা।
এদিনে নিজেদের ইতিহাসের সর্বোচ্চ রান করেছে দলটি। টস হেরে আগে ব্যাট করতে নেমে করেছে বিশ ওভারে ছয় উইকেটে ২৪৫ রান। কলকাতার এই রান পাহাড়ে যাওয়ার পেছনে বড় অবদান অলরাউন্ডার সুনিল নারিন ও অধিনায়ক দিনেশ কার্তিকের।
উদ্বোধনী জুটিতে ক্রিস লিন ও সুনিল নারিন মিলে করেছেন ৫৩ রান। লিন ১৭ বলে ২৭ রান করে ফিরলে রবিন উথাপ্পার সঙ্গে নারিনের ৭৫ রানের জুটি গড়েন। উথাপ্পা ১৭ বলে ২৪ রান করে আউট হন। ৯.৩ ওভারে দলীয় শতক পূরণ করে কলকাতা।
দলীয় ১২৯ রানের মধ্যে নারিন ও উথাপ্পা ফিরলে চতুর্থ উইকেটে জুটি বাঁধেন দিনেশ কার্তিক ও আন্দ্রে রাসেল। নারিন ৩৬ বলে চারটি বিশাল ছক্কা ও নয়টি চারে ৭৫ রানের ইনিংস খেলেছেন।

এরপরে কার্তিক ২৩ বলে তিনটি ছক্কা ও পাঁচটি চারে করেন ৫০ রান। রাসেলও করেন ১৪ বলে দুটি চার আর তিনটি ছক্কায় ৩১ রান। পাঞ্জাবের পক্ষে আন্দ্রে টাই ৪১ রান খরচায় চারটি উইকেট নিয়েছেন।
জবাবে ব্যাট করতে নেমে দলীয় ৫৭ রানে ক্রিস গেইলের (১৭ বলে ২১ রান) উইকেট হারায় পাঞ্জাব। আন্দ্রে রাসেল গেইলকে ফেরানোর ঠিক পরের বলেই ফেরান মায়াঙ্ক আগারওয়ালকে (০)।
দলীয় ৯৩ রানের মধ্যে ফিরে যান করুন নায়ার এবং আরেক ওপেনার লোকেশ রাহুলও (৩)। ২২ বলে ফিফটি হাঁকানো রাহুল এদিনে করেন ২৯ বলে ৬৬ রান (দুটি চার এবং সাতটি ছক্কা)।
এরপরে রানরেটে চাপা পরে প্রীতি জিন্তার পাঞ্জাব। শেষদিকে চারটি চার আর তিনটি ছক্কায় ২২ বলে ৪৫ রানের ক্যামিও খেলেন পাঞ্জাব অধিনায়ক রবিচন্দন অশ্বিন। অ্যারন ফিঞ্চ করেন ২০ বলে ৩৪ রান। শেষপর্যন্ত আট উইকেট হারিয়ে ২১৪ রান তুলতে সমর্থ হয় পাঞ্জাব।
কলকাতার হয়ে তিনটি উইকেট লাভ করেন আন্দ্রে রাসেল। ১২ ম্যাচে ছয় জয় নিয়ে পয়েন্ট তালিকার চতুর্থতে আবারো উঠে গেলো কলকাতা। একটি ম্যাচ কম খেলে কলকাতার সমান জয় নিয়ে পয়েন্ট তালিকার তৃতীয়তে পাঞ্জাব।