অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট খেলছে আফগানিস্তান?

ছবি:

আসন্ন জুনেই ভারতের বিপক্ষে একটি টেস্ট ম্যাচে অংশ নিবে আফগানিস্তান ক্রিকেট দল। গত বছর টেস্ট স্ট্যাটাস পাওয়ার পরে এবারই টেস্ট অভিষেক হচ্ছে তাদের।
তবে শুধু শক্তিশালী ভারতের বিপক্ষেই নয়, আফগানরা টেস্ট খেলবে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষেও। এমনকি ইংল্যান্ডের বিপক্ষেও সিরিজ খেলবে এশিয়ার এই দলটি।

২০১৯ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত মোট চার বছর আইসিসির নতুন এফটিপিতে ১৪ থেকে ১৮ টি টেস্ট খেলতে যাচ্ছে দলটি। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) সভাপতি শফিক স্টাঙ্কজাই এই প্রসঙ্গে সাংবাদিকদের জানান,
'এগুলো (অস্ট্রেলিয়া আর ইংল্যান্ডের সাথে সিরিজ) টেস্ট চ্যাম্পিয়নশিপের আওতায় থাকবে না। এগুলো কেবলই দ্বিপাক্ষিক সিরিজ। আমরা যেহেতু টেস্ট চ্যাম্পিয়নশিপে নেই, দ্বিপাক্ষিক সিরিজ আমাদের জন্য ভাল।
'নতুন এফটিপি অনুযায়ী আমরা বছরে ১৪ থেকে ১৮ টি টেস্ট খেলবো। ব্যাঙ্গালুরুতে ভারতের বিপক্ষে টেস্ট আছে একটি, এটা আগের এফটিপি অনুযায়ী। নতুন এফটিপি ২০১৯ থেকে ২০২২ সালের মার্চ পর্যন্ত।'