promotional_ad

ইতিহাসের সবচেয়ে দামি ম্যাচ হবে লর্ডসের ফাইনাল

promotional_ad

কলকাতায় গত এক সপ্তাহ ধরেই চলছে আইসিসির সভা। বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ এই নিয়ন্ত্রক সংস্থার সভায় আলোচনা করা হচ্ছে ক্রিকেটের বিভিন্ন বিষয় নিয়ে। আর এতে যোগ দিয়েছে টেস্ট খেলুড়ে সকল দেশের বোর্ড প্রতিনিধিরা।


আলোচনা করা হয়েছে ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপ নিয়েও। ২০১৯ বিশ্বকাপের আসরটি শুরু হচ্ছে ৩০ই মে ওভালে। শুরুর ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা।


আর ভারত-পাকিস্তানের দ্বৈরথ দেখা যাবে জুনের ১৬ তারিখে। আর আসরের ফাইনাল ম্যাচটি হবে জুলাইয়ের ১৪ তারিখে, লর্ডসে। সবগুলো নকআউট ম্যাচের জন্যই রাখা হয়েছে রিজার্ভ ডে।



promotional_ad

এদিকে টিকিটের দামের বিচারে এই বিশ্বকাপের ফাইনালই হবে ক্রিকেট ইতিহাসের সবচেয়ে দামি ম্যাচ। ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফের প্রতিবেদন অনুযায়ী, লর্ডসে অনুষ্ঠেয় ফাইনাল ম্যাচের টিকিটের দাম নির্ধারণ করা হবে সর্বোচ্চ ৩৯৫ পাউন্ড। 


আর বাংলাদেশি মুদ্রায় অঙ্কটা হচ্ছে প্রায় ৪৬ হাজার ৭৭৭ টাকা! জানিয়ে রাখা ভালো, ক্রিকেটের ইতিহাসে আর কোনো ফাইনাল বা আর কোনও ম্যাচেই টিকিটের এতো বেশি দাম রাখা হয়নি। 


এদিকে এই ফাইনালেই সবচেয়ে সস্তা টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ৯৫ পাউন্ড (বাংলাদেশ মুদ্রায় প্রায় ১১ হাজার ২৫৩ টাকার মতো)। আর অপ্রাপ্তবয়স্ক দর্শকদের টিকিট প্রতি দাম নির্ধারণ করা হয়েছে ২০ পাউন্ড করে।



ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) নাকি অন্যান্য খেলার টুর্নামেন্টের খরচ এবং তখনকার বাজার বিশ্লেষণ করে বিশ্বকাপ টিকিটের দাম নির্ধারণ করেছে। বিশ্বকাপে ৪৮ টি ম্যাচে প্রায় ৮ লাখ টিকিট ছাড়ার পরিকল্পনা তাদের। এটা থেকে তাদের ৪ কোটি পাউন্ড রাজস্ব আয়ের আশা আছে।


পুরো ৪৬ দিন জুড়ে বিশ্বকাপের জ্বরে মাতবে ক্রিকেট বিশ্ব। দশটি দলের মধ্যে অনুষ্ঠিত হবে ৪৮ টি ম্যাচ। বিশ্বকাপে বাংলাদেশ দলের যাত্রা শুরু হচ্ছে জুন মাসের দুই তারিখে। প্রথম ম্যাচের প্রতিপক্ষ হচ্ছে দক্ষিণ আফ্রিকা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball