ইংল্যান্ডকে দিয়েই শুরু বিশ্বকাপ

ছবি:

কলকাতায় গত এক সপ্তাহ ধরেই চলছে আইসিসির সভা। বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ এই নিয়ন্ত্রক সংস্থার সভায় আলোচনা করা হচ্ছে ক্রিকেটের বিভিন্ন বিষয় নিয়ে। আর এতে যোগ দিয়েছে টেস্ট খেলুড়ে সকল দেশের বোর্ড প্রতিনিধিরা।
আলোচনা করা হয়েছে ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপ নিয়েও। তৈরি করা হয়েছে সূচি। এই সূচিতে দেখা গিয়েছে দশটি শহরের মোট ১১ টি ভেন্যুতে হবে ইংল্যান্ড বিশ্বকাপ।

১৯৯২ সালের বিশ্বকাপের মতো এই বিশ্বকাপেও গ্রুপ পর্বে রাউন্ড রবিন পদ্ধতির মাধ্যমে হচ্ছে বিশ্বকাপ। ২০১৯ বিশ্বকাপের আসরটি শুরু হচ্ছে ৩০ই মে ওভালে। শুরুর ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা।
আর ভারত-পাকিস্তানের দ্বৈরথ দেখা যাবে জুনের ১৬ তারিখে। আর আসরের ফাইনাল ম্যাচটি হবে জুলাইয়ের ১৪ তারিখে, লর্ডসে। সবগুলো নকআউট ম্যাচের জন্যই রাখা হয়েছে রিজার্ভ ডে।
পুরো ৪৬ দিন জুড়ে বিশ্বকাপের জ্বরে মাতবে ক্রিকেট বিশ্ব। দশটি দলের মধ্যে অনুষ্ঠিত হবে ৪৮ টি ম্যাচ। বিশ্বকাপে বাংলাদেশ দলের যাত্রা শুরু হচ্ছে জুন মাসের দুই তারিখে। প্রথম ম্যাচের প্রতিপক্ষ হচ্ছে দক্ষিণ আফ্রিকা।