এবার মুখ খুললেন পন্টিং

ছবি:

বল টেম্পারিং কেলেঙ্কারি নিয়ে অবশেষে মুখ খুলেছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী অধিনায়ক রিকি পন্টিং। সাবেক এই অধিনায়ক বর্তমানে আইপিএল এর দিল্লি ডেয়ারডেভিলস দলের হেড কোচের ভুমিকায় আছেন। ভারতীয় গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান,
'কয়েক সপ্তাহ আগে দক্ষিণ আফ্রিকায় যা ঘটেছে সে বিষয়ে এই প্রথমবারের মতো আমি কোন প্রশ্নের উত্তর দিচ্ছি। একজন সাবেক খেলোয়াড় ও অধিনায়ক হিসেবে আমি ওই ঘটনায় খুবই মর্মাহত হয়েছি।'

এদিকে বল টেম্পারিং ঘটনার পরে প্রশ্ন উঠেছে অস্ট্রেলিয়া দলের ক্রিকেট সংস্কৃতি নিয়েও। যদিও বিষয়টিকে নিতান্তই হাস্যকরভাবে নিচ্ছেন পন্টিং। অ্যাশেজজয়ী এই অজি অধিনায়কের মতে,
'সংস্কৃতি বিষয়টা আমার কাছে খুবই মজার। কারণ, আপনি একটু পেছনে ফিরে গেলেই দেখবেন, যখন অস্ট্রেলিয়া অ্যাশেজ জিতল, তখন দলের সংস্কৃতি নিয়ে কোন সমস্যা হয়নি। সুতরাং, আমার মনে হয়, সংস্কৃতির বিষয়ে যে কথা উঠেছে তার সাথে ড্রেসিং রুমের বাস্তবতার মিল নেই।'
উল্লেখ্য, কিছুদিন আগেই কেপ টাউন টেস্টে বল ট্যাম্পারিং করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে ভিন্ন ভিন্ন মেয়াদে নিষেধাজ্ঞা পেয়েছিলেন স্টিভ স্মিথ, ক্যামেরুন বেনক্রফট এবং ডেভিড ওয়ার্নার। আর এই ব্যাপারে এই প্রথম মুখ খুললেন পন্টিং।