অস্ট্রেলিয়ার হয়ে আর না খেলার আভাস ওয়ার্নারের

ছবি:

অস্ট্রেলিয়ার হয়ে আর খেলার স্বপ্ন দেখেন না ডেভিড ওয়ার্নার। বল টেম্পারিং কাণ্ডে ক্ষমা চেয়ে নিয়েছেন সমগ্র জাতির কাছে। অশ্রুসিক্ত ওয়ার্নার এদিনে গণমাধ্যমকে জানান,
'এটা অমার্জনীয় অপরাধ। আমি তাদের সবাইকে অনেক ছোট করেছি। ভবিষ্যতে কী আমি জানি না। তবে আমি পরিবারকে সময় দিতে চাই। প্রথমদিকে সত্যিই ক্ষীণ একটা আশা ছিল, হয়তো আমি আবারও দেশের হয়ে খেলব। কিন্তু এখন মনে হচ্ছে, অস্ট্রেলিয়ার হয়ে আর খেলা হবে না। ওয়ার্নার বলেন,
'আমি সবাইকে ছোট করেছি। তাই সকল দোষ নিজের ঘাড়ে নিচ্ছি। আমি গভীরভাবে ক্ষমাপ্রার্থী। আমার কৃতকর্মের জন্য ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছেও ক্ষ???া চাচ্ছি। সকল অস্ট্রেলিয়ানদের; এমনকি যারা ক্রিকেট ভক্ত নয়, তাদের কাছেও আমার কৃতকর্মের জন্য ক্ষমাপ্রার্থী।'

তবে বল টেম্পারিং কিভাবে করেছেন এবং সত্যিকার অর্থেই এই সিদ্ধান্তে দলের কে কে যুক্ত ছিল, এটা খোলাসা করেননি ওয়ার্নার। অজি দলের সাবেক সহ অধিনায়ক ক্ষমা চেয়েছেন পরিবারের কাছেও,
'আমরা আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট করেছি। আমাদের সিদ্ধান্তটা খুবই বাজে ছিল। আমি সমস্ত ঘটনার দায় নিচ্ছি। সহ-অধিনায়ক হিসেবে অস্ট্রেলিয়ার হয়ে আমি আমার দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছি। সে সময় আমার মনে কী চিন্তা চলছিল তা বলা কষ্টকর। সারা জীবন আমাকে এটা বয়ে বেড়াতেই হবে।'
তিনি আরো বলেন, 'আমি জানি না আমার কী করা উচিত এখন। আমি আমার পরিবার, বিশেষ করে আমার স্ত্রী ও কন্যাদের কাছে ক্ষমা চাইছি। তাদের বলতে চাই, তোমাদের ছাড়া আমি কিছুই না। আমি গভীরভাবে দুঃখিত তোমাদের এই পরিস্থিতে ফেলার জন্য। আমি প্রতিজ্ঞা করছি, এমন ঘটনা আর কখনো আমার দ্বারা ঘটবে না।'
একইসাথে হারানো সম্মান ফিরে পাওয়ার জন্য যা যা করতে হয় ডেভিড ওয়ার্নার ঠিক সেটাই করবেন বলে জানিয়েছেন মিডিয়াকে। আগামী এক বছর তার জন্য সবচেয়ে কষ্টের উল্লেখ করে তিনি জানান,
'এখানে বসে দক্ষিণ আফ্রিকায় সতীর্থ-বন্ধুদের খেলতে দেখাটা খুবই কষ্টকর। অস্ট্রেলিয়া ক্রিকেট দল আমার কাছে পরিবারের মতো। স্মিথ, ব্যানক্রফট ও আমার জন্য আগামী এক বছর খুবই ভয়ংকর সময়। 'জানি না কীভাবে, কিন্তু অস্ট্রেলিয়ার জনগণের কাছ থেকে হারানো সম্মানটুকু ফিরে পেতে যা করতে হয় তাই করব। কেপ টাউনের ঘটনাটা ছিল বড় ভুল। আমি সে জন্য গভীরভাবে দুঃখিত। আমি জানি এর দায়ভার আমাকে সারাজীবন বয়ে বেড়াতে হবে।'