অ্যাশেজেও বল টেম্পারিং করেছিলেন ওয়ার্নার?

ছবি:

কেপটাউন টেস্টের বল টেম্পারিংয়ের ঘটনার পর একের পর এক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে। এবার বেরিয়ে এসেছে অ্যাশেজে অজিদের বল টেম্পারিংয়ের কিছু আলামত।
আর এসব আলামত পাওয়া গিয়েছে অজিদের সদ্য সাবেক হওয়া সহ অধিনায়ক ডেভিড ওয়ার্নারের বিরুদ্ধে। অ্যাশেজ সিরিজের সময় পকেটে চিনি নিয়ে মাঠে নেমেছিলেন অজি ওপেনার বেনক্রফট। এই ভিডিওটি গত সোমবারেই প্রকাশিত হয়।

এবার প্রকাশ পেলো আরেকটি রহস্যজনক আলামত। ইংরেজি কয়েকটি দৈনিক অনুয়ায়ী, অ্যাশেজ সিরিজের সময় নাকি প্রায় নিয়মিতই বাম হাতে টেপ লাগিয়ে মাঠে নামতেন ওয়ার্নার। আর সেই টেপ দেখতে নাকি শিরীষ কাগজের মতোই!
টেপে অবশ্য ওয়ার্নারের স্ত্রীর নাম লেখা ছিল। আর খেলার সময় ফিল্ডারদের হাতে অনেক সময় টেপ লাগানো থাকে। অ্যাশেজ চলাকালেও এই দৃশ্য ক্যামেরা বন্দী হয়েছিলো, তবে আলোড়ন উঠেছে কেপটাউন টেস্টের টেম্পারিং ঘটনার পর।
এদিকে ব্যাটিংয়ের সময় আবার ওয়ার্নারের হাতে কোনো টেপ থাকে না! এটাও জন্ম দিচ্ছে সন্দেহের। এদিকে অস্ট্রেলিয়ার জনপ্রিয় দৈনিক সিডনি মর্নিং হেরাল্ড তো সরাসরি শিরোনামই করে বসেছে; 'টেম্পারিংয়ের প্রাণকেন্দ্র ডেভিড ওয়ার্নার!'