বড় অঘটনের শিকার আফগানিস্তান

ছবি:

২০১৯ বিশ্বকাপের বাছাইপর্বের প্রথম দিনই অঘটনের শিকার হয়েছে শক্তিশালী আফগানিস্তান। এদিন স্কটল্যান্ডের কাছে ৭ উইকেটে হেরেছে রশিদ খানের দল।
প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারের আগেই অলআউট হয় আফগানরা। ৪৯.৪ ওভারে স্কোরবোর্ডে ২৫৫ রান করতে সক্ষম হয় আফগানরা।
দলের পক্ষে সর্বোচ্চ ৯২ রান করেন অলরাউন্ডার মোহাম্মদ নবি। এছাড়াও ৬৭ রান আসে নাজিবুল্লাহ জাদরানের ব্যাট থেকে। স্কটল্যান্ডের পক্ষে ব্র্যাড হুইল এবং রিচি বেরিংটন নেন ৩টি করে উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতে আফগান বোলারদের তোপের মুখে পরে স্কটিশ ব্যাটসম্যানরা। স্কোরবোর্ডে ২১ রান যোগ করতেই দুই ওপেনার কাইল কয়েটজার এবং ম্যাথিউ ক্রসকে হারিয়ে বসে তারা।
দলকে এই বিপর্যয় থেকে টেনে তুলেন ক্যালাম ম্যাকলোয়েড এবং রিচি বেরিংটন। দুজনই দেখে শুনে খেলে তুলে নেন ফিফটি। এক পর্যায়ে আফগান বোলারদের উপর চড়াও হতে শুরু করেন দুজনই।
দুর্দান্ত ব্যাটিং করে ক্যালাম ম্যাকলোয়েড তুলে নেন শতক। ম্যাকলোয়েডের সঙ্গে ২০৮ রানের জুটি গড়ার পর ৬৭ রান করে বিদায় নেন বেরিংটন। বেরিংটন বিদায় নিলেও নিজের ব্যক্তিগত দেড়শো ছুঁয়ে ফেলেন ক্যালাম ম্যাকলোয়েড।
তার অপরাজিত ১৫৭ রানের উপর ভর করে ৭ উইকেটের জয় তুলে নেয় স্কটল্যান্ড। ২৩ চার এবং ১ ছক্কার সাহায্যে ১৪৬ বলে ১৫৭ রানে অপরাজিত থাকেন তিনি।