অধিনায়কের নাম জানালো কলকাতা

ছবি:

আইপিএলের ১১তম আসরে কলকাতা নাইট রাইডার্সকে নেতৃত্ব দিবেন ভারতের উইকেট রক্ষক ব্যাটসম্যান দীনেশ কার্ত্তিক। আর তার ডেপুটি হিসেবে থাকবেন আরেক উইকেট রক্ষক ব্যাটসম্যান রবিন উথাপ্পা।
রবিবার আসন্ন আইপিএল মৌসুমের জন্য অধিনায়কের নাম ঘোষণা করে কলকাতা নাইট রাইডার্স। এর আগের দুই মৌসুমে গুজরাত লায়ন্সের জার্সিতে খেলা কার্ত্তিককে এবছর নিলামে দলে ভেড়ায় কেকেআর।
তবে অধিনায়ক হওয়ার দৌড়ে সবচেয়ে বেশী এগিয়ে ছিলেন অস্ট্রেলিয়ার হার্ড হিটিং ব্যাটসম্যান ক্রিস লিন। কিন্তু গেল ট্রান্স তাসমান টি-টুয়েন্টি সিরিজে তিনি ইনজুরিতে পড়ায় কার্ত্তিককে এই দায়িত্ব তুলে দেয় শাহরুখ খানের দল।

এদিকে কেকেআরকে দুইবার শিরোপা জেতানো অধিনায়ক গৌতম গম্ভীরকে এবারের মৌসুমের জন্য ধরে রাখেনি কলকাতা। যেকারণে নিলামে তাকে দলে ভিড়িয়েছে দিল্লী ডেয়ারডেভিলস।
এছাড়াও এবারের মৌসুমের টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানও থাকছেন না নাইট রাইডার্সের সঙ্গে। কলকাতা ছেড়ে হায়দ্রাবাদে যোগ দিয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
কলকাতা নাইট রাইডার্স স্কোয়াডঃ
দিনেশ কার্ত্তিক, সুনিল নারিন, আন্দ্রে রাসেল, ক্রিস লিন, মিচেল স্টার্ক, রবিন উথাপ্পা, কুলদিপ যাদব, পিযুশ চাওলা, নিতিশ রানা, কমলেশ নাগরকটি, শিভম মাভি, মিচেল জনসন, শুভম্যান গিল, রঙ্গনা বিনয় কুমার, রিংকু সিং, কেমেরুন ডেলপোর্ট, জ্যাভন সিয়ার্লস, অ্যাপোরভ ওয়াংখেড়ে, ইশান জাগ্গি।