ফের অস্ত্রোপচার হচ্ছে 'কাপ্তান' সাকিবের?

ছবি:

আঙ্গুলের ইনজুরি এখনও সেরে না ওঠায় শনিবার থেকে ফিজিও থেরাপি নেয়া শুরু করেছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। তার এই থেরাপি চলবে আরও এক সপ্তাহ।
গেল বৃহস্পতিবার ইনজুরি থেকে সেরে ওঠার বিষয়ে পরামর্শ নিতে থাইল্যান্ডেও গিয়েছিলেন এই অলরাউন্ডার। সেখানকার বেশ কয়েকজন ডাক্তার একেক রকম মতামত দেয়ার কারণে ভরসা পাচ্ছেন না তিনি।
শনিবার কথা বলেছেন বিসিবির মেডিকেল বোর্ডের সাথে। তাই এবার অস্ট্রেলিয়ায় গিয়ে উন্নত চিকিৎসা নেয়ার পক্ষে তিনি। জানা গিয়েছে খুব শীঘ্রই চিকিৎসার জন্য অস্ট্রেলিয়া জাবেন সাকিব।

শনিবার (৩রা মার্চ) বিসিবির পক্ষ থেকে সাকিবের অস্ট্রেলিয়া গমনের বিষয়টিকে নিশ্চিত করা হয়েছে। এদিকে শোনা যাচ্ছে অস্ট্রেলিয়া গিয়ে আবারও তার আঙ্গুলের অপারেশন হতে পারে।
একাত্তর টেলিভিশনের এক প্রতিবেদন থেকে এমনটাই নিশ্চিত হওয়া গিয়েছে। সাকিব যদি সিরিজের শুরুতে সেরে না উঠেন তখন তার পরিবর্তে মাহমুদুল্লাহ রিয়াদ নেতৃত্ব দিবেন বাংলাদেশকে।
এছাড়াও তার বদলি হিসেবে টি-টুয়েন্টি স্কোয়াডে ডাক পেয়েছেন উইকেট রক্ষক ব্যাটসম্যান লিটন কুমার দাস। যিনি চলমান ঢাকা প্রিমিয়ার লীগে (ডিপিএল) প্রাইম দোলেশ্বরের জার্সিতে সেঞ্চুরি হাঁকিয়েছেন।