promotional_ad

যেকোনো দলকে হারাতে সক্ষম বাংলাদেশ- গাভাস্কার

promotional_ad

ঘরের মাটিতে কিছুদিন আগে টি টোয়েন্টি সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে নাস্তানাবুদ হয়েছে বাংলাদেশ। ২-০ তে সিরিজ হেরে যাওয়া টাইগাররা এবার লঙ্কানদের মাটিতেও একই ফরম্যাটে মাঠে নামবে নিদাহাস ট্রফিতে। 


তবে ঘরের মাটিতে খারাপ খেললেও টাইগারদের সামর্থ্য নিয়ে কোনো প্রশ্ন নেই ভারতীয় কিংবদন্তী সুনিল গাভাস্কারের। টি টোয়েন্টিতে বাংলাদেশ যেকোনো দলকে হারানোর ক্ষমতা রাখে বলেও বিশ্বাস করেন গাভাস্কার।


আসন্ন নিদাহাস ট্রফিকে সামনে রেখে ভারতের জনপ্রিয় সংবাদ মাধ্???ম টাইমস অফ ইন্ডিয়ার এক কলামে সম্প্রতি ভারতীয় এই কিংবদন্তী জানিয়েছেন শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে ২-০ ব্যবধানে সিরিজ হারলেও টাইগারদের মোটেও খাটো করে দেখছেন না তিনি।



promotional_ad

বিশেষ করে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পর বাংলাদেশ এখন এই ফরম্যাটে যথেষ্ট পরিণত। গাভাস্কার লিখেছেন, 'বাংলাদেশ তাদের খেলার জায়গাটা অনেক উপরে নিয়ে গেছে। বিশেষ করে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পর তারা যথেষ্ট পরিণত হয়েছে।'


বর্তমানে টাইগাররা ভয়ডরহীন ক্রিকেট খেলতে সক্ষম বলেও মনে করেন গাভাস্কার। এক্ষেত্রেও অবশ্য বিপিএলকে কৃতিত্ব দিয়েছেন তিনি। সাবেক এই ভারতীয় ব্যাটসম্যান তাঁর কলামে লিখেছেন,


'তারা শুধু টি টোয়েন্টিতে অভিজ্ঞ হয়েছে এমনটি নয় বরং বাড়তি পাওয়া হিসেবে বিশ্বের সেরা খেলোয়াড়দের সাথে ড্রেসিং রুম ভাগাভাগি করে তাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পেরেছে। তারা এখন ভয়ডরহীন ক্রিকেট খেলে এবং যেকোনো দলকেই তারা হারাতে সক্ষম বিশেষ করে এই ফরম্যাটে।'



সুত্র- টাইমস অফ ইন্ডিয়া 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball