promotional_ad

'বাংলাদেশ দলে উচ্চ মানের বোলার নেই'

promotional_ad

শ্রীলংকার বিপক্ষে সদ্য সমাপ্ত টি-টুয়েন্টি সিরিজে টাইগারদের এতজন ক্রিকেটারকে অভিষেক করানো উচিত হয়নি বলে মনে করেন কোচ সারোয়ার ইমরান। তিনি মনে করেন, দলে এতো ঘন ঘন পরিবর্তন আনলে দল সাজাতে কষ্ট হবে টাইগারদের জন্য।


এছাড়াও বড় দলগুলোর উদাহরণও টেনে আনেন তিনি। তার মতে টাইগারদের উইকেট বুঝে একাদশে পরিবর্তন আনা উচিত ছিল। মানবজমিনকে দেয়া এক সাক্ষাতকারে এসব নিয়েই কথা বলেছেন ইমরান। সেখানে তিনি বলেন,  


‘আপনারা যদি একটি বড় দলের দিকে তাকান দেখেন কখনো এত বড় পরিবর্তন হয় না। যেমন ৮/৯ জন ক্রিকেটার কিন্তু নিশ্চিত থাকে। একাদশেও যদি পরিবর্তন হয় তাহলে উইকেট বুঝে একটা বা সর্বোচ্চ দুইটা।


কিন্তু আমাদের এ সিরিজে দেখেন একজন স্পিনার দরকার দলে নিয়েছিল ৬ জন। টি-টোয়েন্টি অভিষেক হলো তাও ৬ জন! এটাতো কোনো পরিকল্পনা হতে পারে না। হ্যাঁ, ইনজুরি ছিল ঠিক আছে কিন্তু আরো পরীক্ষিত ক্রিকেটারতো ছিল। আমি বলবো ঘন ঘন পরিবর্তনই ও পরিকল্পনাগুলো কাজে না আসাতেই এমন ভাবে হেরেছি আমরা।’


এদিকে নাসির, বিজয় বা মমিনুলদের মত অভিজ্ঞদের বসিয়ে রেখে একাধিক তরুন ক্রিকেটারদের খেলানোর বিষয়টিকেও ভালো চোখে দেখছেন না কোচ ইমরান। পরীক্ষিতদের আরও সুযোগ দলে হয়তো এই সিরিজের ফলাফল ভিন্ন হতেও পারতো বলে মনে করেন তিনি। আরও জানান,



promotional_ad

 ‘দেখেন এটি অনেক বড় চিন্তার বিষয়। বিকল্প যে একেবারেই হয়নি তা নয়। জাকির খুব ভাল ক্রিকেটার। আফিফের সম্ভাবনা আছে, নাজমুল অপুও ভালো করছে। কিন্তু তারা এখনো ওদের মাপে হয়নি। প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ৪ অভিষেক! সেটাই আমার প্রশ্ন। নাসির ছিল, বিজয় ছিল, মুমিনুলও যে খারাপ খেলে তা নয়। এরাতো টি-টোয়েন্টিতেও প্রমাণ করেছে নিজেদের।


তাহলে তাদেরকে ফিরিয়ে কেন সুযোগ দেয়া হলো না! এত বড় পরীক্ষা-নীরিক্ষা আসলে ঠিক নয়। বলতে পারে ১৯৩ রান করেছি। কিন্তু সেটা কাদের ব্যাট থেকে এসেছে? অভিজ্ঞরাই করেছে।


আরেকটা বিষয় বলবো- যখন সাকিব-তামিম-মাশরাফিরা একেবারে রির্টার্ড করবে তখন কিন্তু আমাদের আবার নতুন করে শুরু করতে হবে। আমি বলবো এখনই পাইপ লাইন শক্ত না করলে আমাদের জন্য বড় অশনিসংকেত অপেক্ষা করছে।’ 


অন্যদিকে কোচ মোহাম্মদ সালাউদ্দিন মনে করেন, টি-টুয়েন্টি সিরিজে টাইগাররা খুব দুর্বল বোলিং করেছে। তার কাছে মনে হয় বাংলাদেশে এখনও উচ্চ মানের বোলার নেই। টাইগারদের বোলিং বিভাগ নিয়েও ভাবতে হবে বলে জানান তিনি। তার ভাষায়,


‘আসলে বিষয়টা এমন না। আমার কাছে গোটা সিরিজে যেটা মনে হয়েছে আমাদের বোলিং বিভাগ খুবই দুর্বল। আর এ দুর্বলতার চরম নমুনা ছিল টি-টোয়েন্টি ক্রিকেটে। দেখেন ম্যাচে প্রতিপক্ষকে আতঙ্ক তৈরি করার মত কোন বোলিংই হয়নি।



এক কথায় আমি বলবো আমাদের আসলে সেই মানের বোলার এখনো নেই। যা দিয়ে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টিতে নিয়মিত জয় না হলে ধারাবাহিক ভাল খেলা যায়। সত্যি কথা এখন বোলিং বিভাগ নিয়ে আমাদের ভাবতে হবে।’ 


অন্যদিকে এত অভিষেক না করিয়ে মুমিনুল, বিজয়, নাসিরদের আরো একটি সুযোগ দেয়া উচিত ছিল কিনা। বিশেষ করে মুমিনুলকে? এ নিয়ে সালাউদ্দিন বলেন, ‘এটি আসলে যারা টিম ম্যানেজমেন্টে আছে তাদের চিন্তা হওয়া উচিত ছিল।


আমিতো আর পরিকল্পনা করি না। আর এখন এমন হারের পর যদি তাদের নিয়ে ভাবা হয় সেটাও মনে হয় সঠিক হবে না। ক্রিকেটে পরিকল্পনা বড় বিষয়। কিন্তু তা যারা মাঠে বাস্তবায়ন করবে সেটি তারা করতে পারেনি।' 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball