promotional_ad

'সৌম্য ঝড়' দেখার প্রতীক্ষায় সিলেট

promotional_ad

ক্যারিয়ারের সূচনা লগ্ন থেকেই বাংলাদেশ ক্রিকেটের আলোচিত এক নাম সৌম্য সরকার। শুধু নিজের ব্যাটিং পারফর্মেন্স দিয়েই নয়, পাশাপাশি শরীরী ভাষা এবং স্টাইলের নৈপুণ্যতার কারণে বরাবরই লাইম লাইটে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।


২০১৫ সালে ঢাকার মাঠে পাকিস্তানের বিপক্ষে সৌম্যর অপরাজিত ১২৭ রানের ইনিংসে ভর করেই পাকিস্তানকে হারিয়েছিলো বাংলাদেশ। সেই ম্যাচটি যারা চাক্ষুষ প্রত্যক্ষ করেছেন তাঁরা নিঃসন্দেহে তৎক্ষণাৎ ফ্যান হয়ে গেছেন সৌম্যর।


একই বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পর পর দুই ম্যাচে টাইগার এই ওপেনারের ব্যাট থেকে এসেছিলো ৮৮ এবং ৯০ রানের দুর্দান্ত দুটি ইনিংস। বলা যায় ২০১৫ সালটি সৌম্যর জন্য ছিলো স্বর্ণালী একটি বছর। কেননা এই বছরেই ১৫টি ওয়ানডেতে সৌম্য রান করেছেন ৫১.৬৯ গড়ে ৬৭২ রান।


যেখানে ছিলো ১টি শতক এবং ৪টি অর্ধশতক। ওয়ানডের মতো ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট টি টোয়েন্টিতেও ব্যাট হাতে আলো ছড়িয়েছিলেন সৌম্য। ২০১৫ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঢাকার মাটিতে মাত্র ২১ বলে ৩৭ রানের দারুণ একটি ইনিংস খেলেছিলেন এই টাইগার ওপেনার।



promotional_ad

এরপর ২০১৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষেও ঝলক দেখিয়েছিলেন সৌম্য। খুলনায় ৩৩ বলে ৪৩ রান করে নিজের সামর্থ্যের জানান দিয়েছিলেন তিনি। কিন্তু এরপরেই যেন মিইয়ে গেলেন সাতক্ষীরার এই ব্যাটসম্যান।


পাকিস্তানের বিপক্ষে ২০১৬ সালে ৪৮ রানের ইনিংসটি ছাড়া সে বছর আর খুব বেশি বলার মতো পারফর্মেন্স করতে পারেননি সৌম্য। ১৬ ম্যাচে ১৫.৯৩ গড়ে তাঁর সংগ্রহ ছিলো ২৫৫ রান। তবে সৌম্যর মতো পোড় খাওয়া তরুণেরা যে হার মানতে জানেন না সেটি আবারো প্রমাণ হলো ২০১৭ সালে এসে।


এ বছর ৭ ম্যাচ খেলে ৩৩.৫৭ গড়ে ২৩৫ রান সংগ্রহ করেছেন সৌম্য। টি টোয়েন্টির বিচারে অবশ্যই যথেষ্ট ভালো পারফর্মেন্স বলতে হবে এটিকে। তার ওপর স্ট্রাইক রেট ছিলো ১৫৬.৬৬। সেই পারফর্মেন্সের ধারাবাহিকতা এবছরও বজায় রেখেছেন তিনি।


শ্রীলঙ্কা বিপক্ষে চলতি বছর প্রথম টি টোয়েন্টিতে খেলতে নেমেই ৩২ বলে ক্যারিয়ার সেরা ৫১ রানের ইনিংস খেলেছেন সৌম্য। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত সেই ম্যাচে তার পুরো ইনিংস জুড়েই ছিলো যথেষ্ট পূর্ণ আত্মবিশ্বাস এবং পুরনো সৌম্যর ছায়া।



যারা একটা সময় এই টাইগার ওপেনারের শেষের শুরু দেখে ফেলেছিলেন তাদের প্রতি নিরব একটি জবাবই যেন এই ইনিংসের মধ্য দিয়ে দিয়ে দিলেন সাতক্ষীরার সৌম্য সরকার। এবার নিজেকে আরো একবার প্রমাণ করার লক্ষ্যে আজ লঙ্কানদের বিপক্ষে দ্বিতীয় টি টোয়েন্টিতে মাঠে নামবেন তিনি।


সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিকেল ৫টায় সফরকারিদের মুখোমুখি হবে টাইগাররা। ভিন্ন কন্ডিশন, ভিন্ন পিচে আরো একবার কি নিজের ব্যাটিং ঝলকানি দেখাতে পারবেন সৌম্য? এই প্রশ্নের জবাব সময়ই বলে দিবে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball