উইকেট জুজু জয় করতে পারবে বাংলাদেশ?

ছবি:

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের সৌন্দর্যে অভিভূত প্রায় সকল দর্শক এবং ক্রিকেটাররাই। তবে এই সৌন্দর্যের আড়ালেই বাংলাদেশ দলের জন্য বিভীষিকা অপেক্ষা করছে কিনা সেটি এখনই বলা যাচ্ছে না।
কেননা আজ শ্রীলঙ্কার বিপক্ষে শেষ টি টোয়েন্টিতে মাঠে নামার আগে সিলেটের উইকেট নিয়ে খুব একটা ধারণা পায়নি বাংলাদেশ দল। মাঠের কিউরেটর নুরুজ্জামান নয়নও কিছু বলতে চাননি উইকেট প্রসঙ্গে। কোণ উইকেটে খেলা হবে সেটারই আভাস দিয়েছেন শুধু তিনি।
নয়ন জানিয়েছেন তিন এবং চার নম???বর উইকেটই প্রস্তুত করা হয়েছে আজকের ম্যাচটির জন্য। ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের পর টেস্ট এবং সর্বশেষ টি টোয়েন্টি সিরিজেও উইকেট ধাঁধায় ঘুরপাক খেতে হয়েছে দুই দলকে। সুতরাং আজকের উইকেট কিরূপ হবে এই নিয়ে চিন্তিত সকলেই।

আগের দিন লঙ্কান কোচ চন্ডিকা হাথুরুসিংহের কণ্ঠেও অনিশ্চয়তার আভাস পাওয়া গিয়েছিলো উইকেট নিয়ে। তিনি বলেছিলেন, ‘আমি প্রথম এই মাঠ দেখছি। উইকেট এখনো শতভাগ প্রস্তুত নয়। আগামীকাল (আজ) এসে দেখতে হবে উইকেট কেমন হয়। আজকে তাই উইকেট নিয়ে বেশি বলতে পারছি না। তবে মাঠটি খুবই সুন্দর। আমি বিস্মিত যে বাংলাদেশে সাড়ে তিন বছর থাকার সময় এখানে আসা হয়নি আমার।'
নিজেদের মাটিতে খেলা হলে সচরাচর স্পিনবান্ধব উইকেটই তৈরি করে থাকে বাংলাদেশ। সেদিক থেকে চিন্তা করলে সিলেটের উইকেটেও স্পিনারদের রাজত্ব থাকার কথা। তবে ঢাকার মতো ব্যাটিং সহায়ক উইকেটও প্রস্তুত করারও জোর সম্ভাবনা আছে বলে জানা গেছে।
কিন্তু যেহেতু এই মাঠে এখনও বাংলাদেশ একটি ম্যাচও খেলেনি সুতরাং ম্যাচের আগে কোনোভাবেই বলা সম্ভব হচ্ছে না আদৌ কি ধরণের উইকেট পেতে যাচ্ছে তারা। শেষ পর্যন্ত উইকেট জুজুতে কারা জয়ী হয়ে শেষ হাসি হাসতে পারবে তা অবশ্য সময়ই বলে দিবে।