দারুণ মাইলফলকের সামনে উইকেটরক্ষক মুশফিক

ছবি:

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা উইকেটরক্ষক মুশফিকুর রহীম। নিয়মিত ব্যাট হাতে দ্যুতি ছড়ানোর সাথে উইকেটের পেছনেও বড় ভূমিকা পালন করেন এই টাইগার।
লঙ্কানদের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টি২০ ম্যাচে দারুণ এক মাইলফলকের সামনে মুশফিক। আন্তর্জাতিক টি২০তে পঞ্চম উইকেটরক্ষক হিসেবে ডিসমিসালের অর্ধশতকের দ্বারপ্রান্তে এই টাইগার উইকেটরক্ষক।
৬২ টি টি২০ ম্যাচ খেলে ৪৭ টি ডিসমিসাল করেছেন মুশফিক। মুশফিকের আগে আন্তর্জাতিক টি২০তে ডিসমিসালের অর্ধশতক পূরণ করেছেন উইন্ডিজের দীনেশ রামদিন, আফগানিস্তানের আহমেদ শাহজাদ, পাকিস্তানের কামরান আকমল ও ভারতের মহেন্দ্র সিং ধোনি।

এদিকে, আন্তর্জাতিক টি২০ ম্যাচে সর্বাধিক ডিসমিসালের রেকর্ডেও ৫ নম্বরে আছেন মুশফিক। ৪ নম্বরে থাকা আহমেদ শাহজাদকে ছাড়াতে মুশফিকের দরকার মাত্র আর ৫ টি ডিসমিসাল।
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি২০ ম্যাচে আফগান উইকেটরক্ষক আহমেদ শাহজাদকে ছাড়াতে না পারলেও পঞ্চম উইকেটরক্ষক হিসেবে ৫০টি ডিসমিসালের রেকর্ডে নাম লেখানোর জোর সম্ভাবনা আছে মুশফিকের।
বর্তমানে ৮৬ টি টি২০ ম্যাচ খেলে ৭৬ টি ডিসমিসাল করে সর্বাধিক ডিসমিসালের রেকর্ডে সবার উপরে আছেন সাবেক ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।