দ্বিপাক্ষিক সিরিজের রাজা কোহলি

ছবি:

রেকর্ড শব্দটিকে নিজের নামের সমার্থক শব্দ বানিয়ে ফেলেছেন ভারতীয় অধিনায়ক ভিরাট কোহলি। দক্ষিণ আফ্রিকার মাটিতে ৫-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতেছে ভারত।
৬ ম্যাচ সিরিজের শেষ ম্যাচে ভিরাট কোহলির অপরাজিত সেঞ্চুরিতে ৮ উইকেটের বড় জয় পেয়েছে ভারত। এই ম্যাচে ৯৬ বলে ১৯টি বাউন্ডারি ও দুই ছক্কায় ১২৯ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন কোহলি।
এই সেঞ্চুরির ইনিংস দিয়ে বেশ কয়েকটি রেকর্ডে নাম লিখিয়েছেন ভারতীয় রান মেশিন। দক্ষিণ আফ্রিকা সিরিজে তিনটি শতরান করে ক্যারিয়ারের ৩৫তম সেঞ্চুরি তুলে নিয়েছেন কোহলি। ওয়ানডে ক্রিকেটে সেঞ্চুরির সংখ্যায় এখন কোহলির সামনে শুধু শচিন টেন্ডুলকার।

এই সিরিজে কোহলি প্রথম ব্যাটসম্যান যিনি কোন দ্বিপাক্ষিক সিরিজে ৫০০-এর বেশি রান করেছেন। এতদিন এই রেকর্ড ছিল আরেক ভারতীয় রোহিত শর্মার দখলে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ছয় ম্যাচের সিরিজে ৪৯১ রান করেছিলেন রোহিত।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সদ্য শেষ হওয়া সিরিজে কোহলির ব্যাট থেকে এসেছে ৫৫৮ রান। এই তালিকার তিন নম্বরে আছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার জর্জ বেইলি। তিনি ২০১৩-১৪ সালে ভারতের বিপক্ষে ৪৭৮ রান করেছিলেন ৬ ম্যাচের সিরিজে।
তাছাড়া, দক্ষিণ আফ্রিকার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজে সর্বাধিক রান সংগ্রহের রেকর্ডটি নিজের করে নিয়েছেন কোহলি। এর আগে এই রেকর্ড ছিল কেভিন পিটারসনের দখলে। তিনি ২০০৫ সালে সাত ম্যাচের সিরিজে ৪৫৪ রান করেছিলেন।