promotional_ad

কে হবেন শেষ ম্যাচের নায়ক?

promotional_ad

দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টি২০ ম্যাচে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে রোববার শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ দল। সিরিজের প্রথম ম্যাচে দু দলের ব্যাটসম্যানরাই রান পেয়েছেন।


বিশেষ করে বাংলাদেশ দলের সৌম্য সরকার, মুশফিকুর রহীম ও মাহমুদুল্লাহ রিয়াদ। আর শ্রীলঙ্কার কুশল মেন্ডিস, থিসারা পেরেরা ও  দাসুন শানাকা। বোলাররা খুব বেশি ভালো পারফরমেন্স করলেও শেষ ম্যাচে তারাও জ্বলে উঠতে পারেন।


শক্তিমত্তার দিক থেকে দু দলই বেশ কাছাকাছি অবস্থানে। দু দলেরই বেশ কয়েকজন খেলোয়াড় একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়ার মতো সামর্থ্য রাখেন। দেখে নেয়া যাক তাদের কয়েকজনকে...


মাহমুদুল্লাহ রিয়াদ (বাংলাদেশ): বাংলাদেশ দলের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের অবর্তমানে টাইগারদের নেতৃত্ব দিচ্ছেন এই অলরাউন্ডার। দুই ম্যাচ সিরিজের প্রথম টি২০ ম্যাচে ৫ নম্বরে ব্যাটিংয়ে নেমে ৩১ বলে ৪৩ রানের দাপুটে এক ইনিংস খেলেছেন। টি২০তে এই অলরাউন্ডার যেকোনো দলকে একাই উড়িয়ে দেয়ার সামর্থ রাখেন।



promotional_ad

তাছাড়া, তার ডান হাতি অফ স্পিনও বেশ সহায়ক টাইগারদের জন্য। অধিনায়ক হিসেবে নিজেকে আন্তর্জাতিক মঞ্চে সেই ভাবে পরিচয় করিয়ে দিতে না পারলেও ঘরোয়া ক্রিকেটে বেশ নাম কামিয়েছেন অধিনায়ক হিসেবে।


মুশফিকুর রহীম (বাংলাদেশ): বাংলাদেশ দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহীম টাইগারদের ব্যাটিং অর্ডারে অন্যতম ভরসার নাম। টি২০তে খুব বেশি সফল না হলেও। লঙ্কানদের বিপক্ষে সিরিজের প্রথম টি২০ ম্যাচে প্রথম বারের মত ৩ নম্বরে ব্যাটিংয়ে নেমে ৬৬ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন। এই ম্যাচেও তার ব্যাটের দিকেই তাকিয়ে থাকবে বাংলাদেশ দল।



মুস্তাফিজুর রহমান (বাংলাদেশ):  বাংলাদেশ দলের দলের অন্যতম সেরা বোলার তিনি। কাটার-স্লোয়ারে প্রতিপক্ষের ব্যাটসম্যানদের বোকা বানাতে জুড়ি নেই তার। ক্যারিয়ারের শুরুতেই দুর্দান্ত পারফরমেন্স করে পেয়েছেন তারকা খ্যাতি। বাংলাদেশ দলের হয়ে ১৮ টি টি২০ ম্যাচ খেলে ২৭ উইকেট দখল করেছেন এই পেসার। বল হাতে সাম্প্রতিক সময়টা খুব একটা ভালো না গেলেও নিজের দিনে প্রতিপক্ষকে একাই বিপদে ফেলে দেয়ার সামর্থ্য রাখেন তিনি।



কুশল মেন্ডিস (শ্রীলঙ্কা): বাংলাদেশের বিপক্ষে টি২০ সিরিজের দলে ছিলেন না এই ব্যাটসম্যান। কুশল পেরেরার ইনজুরিতে দলে সুযোগ পেয়ে প্রথম ম্যাচেই নিজের জাত চিনিয়ছেন এই লঙ্কান। ব্যাট হাতে খেলেছেন মাত্র ২৭ বলে ৫৩ রানের এক দাপুটে ইনিংস। দ্বিতীয় ম্যাচেও রুদ্রমুর্তি ধারণ করতে পারেন এই হার্ড হিটার।


থিসারা পেরেরা (শ্রীলঙ্কা): শ্রীলঙ্কা দলের টি২০ স্পেশালিস্ট বলা হয় তাকে। বিশ্ব জুড়ে টি২০  লিগ গুলোতে তার বেশ কদর। ২২৭ টি টি২০ ম্যাচে ব্যাট হাতে ২৫৩৩ রানের সাথে বল হাতে ২১০ উইকেট দখল করেছেন এই অলরাউন্ডার। বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে ১৮ বলে ৩৯ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন তিনি। ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে তার জুড়ি নেই।


দাসুন শানাকা (শ্রীলঙ্কা): লঙ্কান এই অলরাউন্ডারের ব্যাট হেসেছে বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচে। ২৪ বলে ৪২ রানের অপরাজিত এক ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দিয়েছেন তিনি। তাছাড়া, তার মিডিয়াম ফাস্ট পেস বোলিংও দলের জন্য বেশ সহায়ক। সিরিজের দ্বিতীয় ও শেষ টি২০ ম্যাচে তার দিকেও নজর থাকবে অনেকের।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball