promotional_ad

মুডি, ম্যাককালাম, ভেট্টরি ও অপুর বিশ্বাসের গল্প

promotional_ad

দলের সেরা বোলার সাকিব আল হাসান না থাকায় একটু অনাকাঙ্ক্ষিত অভিষেক হয় নাজমুল ইসলাম অপুর। এখন পর্যন্ত কোন আন্তর্জাতিক ম্যাচ খেলেননি, তবুও দলের সবচেয়ে অভিজ্ঞ স্পিনার হিসেবে অভিষেক ম্যাচ খেলেছেন নারায়ণগঞ্জের এ ক্রিকেটার।


আর এই ২৬ বছর বয়সী অপুর পারফর্মেন্সই হারা ম্যাচে বাংলাদেশের ইতিবাচক দিক। মিরপুরের ব্যাটিং স্বর্গে অভিষেক ম্যাচে তিনিই ছিলেন বাংলাদেশের সেরা বোলার। চার ওভারে ২৫ রান দিয়ে নিয়েছেন দুই উইকেট, যেখান দুই দলের বোলাররাই ওভার প্রতি গড়ে ৮ থেকে ৯ রান করে খরচা করেছে।


লঙ্কানদের বিপক্ষে প্রথম ম্যাচে আত্মবিশ্বাসী অপুকে দেখে মনে হয়নি তিনি অভিষেক ম্যাচ খেলছেন। দেশের জার্সিতে বড় মঞ্চে খেলার আত্মবিশ্বাসটা পেয়েছেন বিপিএল থেকেই।



promotional_ad

গত দুই আসর বিপিএলে ভালোই পারফর্ম করেছেন এই বাঁহাতি স্পিনার। ২০১৭ সালে এসে নিজের ক্রিকেটে আমুল পরিবর্তন আসে। বিপিএলে মাশরাফি বিন মুর্তজার দল রংপুর রাইডার্সের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।


দলের কোচ টম মুডি, নিউজিল্যান্ড লিজেন্ড ব্র্যান্ডন ম্যাককালামদের প্রশংসা পেয়েছেন নাজমুল ইসলাম। বাঁহাতি স্পিনের রাজা ড্যানিয়েল ভেট্টরির সাথেও নিজের ক্রিকেট নিয়ে আলোচনা করেছেন তিনি। ইত্তেফাককে অপু জানান,


‘টম মুডিও মাশরাফি ভাইকে বলছে, ওর অ্যাকুরেসি ভালো। ওকে তোমরা দেখতে পারো। ম্যাককালাম আবার ভেট্টরির সাথে একবার কথা বলিয়ে দিয়েছে। ভিডিওতে দেখিয়েছিল। ভেট্টরিও সাহস দিয়েছে। এভাবে বিশ্বাস তৈরি হয়েছে। চেষ্টা করছি। বাকি আল্লাহর হাতে।’




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball