promotional_ad

ফিরছেন তাসকিন আহমেদ

promotional_ad

ঢাকা প্রিমিয়ার লীগে (ডিপিএল) টানা জিতে চলছে নাসির-মাশরাফিদের আবাহনী লিমিটেড। ব্যাটে বলে প্রতিপক্ষকে কোন রকম সুযোগ না দিয়েই টানা চতুর্থ জয় তুলে নিয়েছে ধানমন্ডির জায়ান্টরা।


টপ অর্ডারে এনামুল হক বিজয়, সাইফ হাসান ইতিমধ্যে রানের দেখা পেয়েছেন। পরীক্ষিত হয়েছে শান্ত, নাসির, মোসাদ্দেকরাও। চাপের মুখে রানের দেখা পেয়েছেন প্রায় সবাই। দুই স্পিনার সানজামুল ইসলাম ও সাকলাইন সজীবও হাত ঘুরিয়ে সাফল্য পেয়েছেন।


টেস্ট সিরিজের পর দলে যোগ দিয়ে ব্যাটে বলে নিজেকে চিনিয়েছেন মেহেদী হাসান মিরাজ। পেস বোলিং বিভাগে প্রতি ম্যাচেই উইকেট দিচ্ছেন অভিজ্ঞতা সাগর মাশরাফি বিন মুর্তজা। 


মুলত বোলাররাই আবাহনীর কাজটা সহজ করে দিচ্ছে। বিশেষ করে মাশরাফি এখন পর্যন্ত চার ম্যাচ খেলে ৭ উইকেট নিয়ে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন। তবে ঘাটতি ছিল আরেক ফাস্ট বোলার তাসকিন আহমেদের পারফর্মেন্সে। 



promotional_ad

চার ম্যাচ খেলে ছয় উইকেট নিলেও ধারাবাহিক ছিলেন না তিনি। তবে লিজেন্ডস অব রুপগঞ্জের বিপক্ষে দারুন বোলিং করে আশা জাগিয়েছেন তিনি। বিশেষ করে ডেথ ওভারে এসে দ্রুত দুই উইকেট শিকার করে রুপগঞ্জকে অল্প রানে বেঁধে ফেলতে সাহায্য করেন তাসকিন।


একই দিন বেশ অচেনা ছিলেন মাশরাফি। নয় ওভার বল করে ৬৩ রান খরচায় উইকেট শুন্য ছিলেন টাইগার অধিনায়ক। তবে ম্যাচ জিততে বেগ পেতে হয়নি আবাহনীকে।


রুপগঞ্জের দেয়া ২৪৮ রানের লক্ষ্য তাড়া করে পাঁচ উইকেটে জিতেছে আবাহনী। দুই ওপেনার সাইফ ও এনামুলের জোড়া ফিফটির পর নাসির, মোসাদ্দেক ও মিরাজরা ১২ বল বাকী থাকতেই ম্যাচ শেষ করে আসেন।


লিজেন্ডস অফ রুপগঞ্জ-



আব্দুল মজিদ, সালাউদ্দিন পাপ্পু, অভিষেক মিত্র, নাইম ইসলাম (অধিনায়ক), পারভেজ রসুল, তুষার ইমরান, মোশাররফ হোসেন, মোহাম্মদ শহীদ, আসিফ হাসান, আশিকুজ্জামান, নাজমুল হোসেন মিলন।


আবাহনী লিমিটেড-


এনামুল হক বিজয়, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন সৈকত, মাশরাফি বিন মর্তুজা, তাসকিন আহমেদ, সাকলাইন সজীব, নাসির হোসেন (অধিনায়ক), শচীন রানা, সানজামুল ইসলাম, মেহেদি হাসান মিরাজ। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball