তবুও অভিযোগ করছেন হাথুরুসিংহে!

ছবি:

ম্যাচের আগের দিন সিলেট স্টেডিয়ামের মূল উইকেটে অনুশীলন করেছে চণ্ডিকা হাথুরুসিংহের শ্রীলঙ্কা দল। সফরকারী দল হয়েও বাংলাদেশে এমন সুবিধা দেয়া হচ্ছে টি-টুয়েন্টি সিরিজে ১-০ তে এগিয়ে থাকা শ্রীলঙ্কানদের।
তবুও খুশি নন চণ্ডিকা! বলছেন, এমনটাই হওয়া উচিত ছিল। কারন ঢাকার মাঠে নাকি বাংলাদেশকে মূল উইকেটে অনুশীলন করতে দেয়া হয়েছে। তাই সিলেটে একই সুবিধা প্রাপ্য ছিল সফরকারীদের।
সচরাচর মূল উইকেটে অনুশীলনের সুবিধা স্বাগতিক দলই পেয়ে থাকে। চণ্ডিকা হাথুরুসিংহে হয়তো একটু বেশিই আশা করেছেন। তার ভাষায়

'তা কেন হবে? মিরপুরে তো ওরা সেন্টার উইকেটে অনুশীলন করেছে। আমরা সেটি পাইনি! এজন্যই আমরা এখানে এই সুবিধাটা চেয়েছি, আজকে অনুশীলনের জন্য সকালে এসেছি।'
মিরপুরে বাংলাদেশ মূল উইকেটে অনুশীলন করায় সিলেটে সমান সুবিধা পাওয়ার দাবী করতেই পারে শ্রীলঙ্কা। তিনি বলেছেন,
'মিরপুরে ওরা তো তিন দিন সেন্টার উইকেটে অনুশীলন করেছে, সেটিও ফ্লাড লাইটে। আমি জানি কিন্তু! ওরা করার পর আমরা এক দিন করতে পেরেছি।'