promotional_ad

বোলারদের দায় দিচ্ছেন নাফিস

promotional_ad

টি২০ সিরিজের প্রথম ম্যাচে ব্যাট হাতে রানে ফিরেছেন টাইগার ওপেনার সৌম্য সরকার। দীর্ঘ দিন ধরে ধারাবাহিক ভাবে ব্যর্থ হওয়া সৌম্য ত্রিদেশীয় সিরিজ ও টেস্ট সিরজের দলে ছিলেন না। তবে, টি২০ সিরিজে ফিরেই ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন তিনি।


সৌম্য ছাড়াও রানের দেখা পেয়েছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহীম ও টাইগারদের ভারপ্রাপ্ত অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। বাংলাদেশ দলের ব্যাটসম্যানদের রানে ফেরাটাকে ইতিবাচক হিসেবেই দেখছেন বাংলাদেশের প্রথম টি২০ অধিনায়ক শাহরিয়ার নাফিস।


সম্প্রতি এক সাক্ষাৎকারে নাফিস জানিয়েছেন, "ম্যাচের দুইটা ভাগ ছিল, একটি ব্যাটিং অন্যটি বোলিং ফিল্ডিং। টেস্ট সিরিজে খুব বেশি রান করতে দেখিনি ব্যাটসম্যানদের। এই ম্যাচে মুশফিক রান করেছে, সৌম্য রানে ফিরেছে, রিয়াদ খুব ভালো ব্যাটিং করেছে। এটা বেশ ইতিবাচক।"



promotional_ad

টাইগার বোলাররা নিজেদের সেরাটা দিতে না পারাতেই বাজে ভাবে বাংলাদেশ দলকে হারতে হয়েছে বলে মনে করেন নাফিস, "যদি নেতিবাচক ব্যাপারটি বলেন, আমরা বোলিংটা ঠিক ভাবে করতে পারিনি। অথবা জেতার জন্য যে বোলিংটা করা উচিত সেটা আমরা করতে পারিনি।"


বোলিংয়ে বাংলাদেশ দলের অভিজ্ঞতাটাকে মিস করছেন বলেও জানিয়েছেন একসময়ের এই তারকা ক্রিকেটার, "সিনিয়র বোলারদের মধ্যে শুধু রুবেল ছিল। হঠাৎ করেই দলটা একটু আনস্টেবল অবস্থায় আছে। চার জনের অভিষেক হয়েছে। এটা খুব বিরল একটা ব্যাপার। বোলিংয়ে আমরা অভিজ্ঞতাটা মিস করছি।"


মাঠের খেলা থেকে মাঠের বাইরের বিষয়গুলো নিয়ে বেশি আলোচনা হচ্ছে বলে মনে করেন নাফিস। বিশেষ করে টাইগারদের সাবেক কোচ ও লঙ্কানদের বর্তমান কোচ চান্ডিকা হাথুরুসিংহে কে নিয়ে বেশি আলোচনা দলের উপর নেতিবাচক প্রভাব ফেলেছে বলে জানিয়েছেন তিনি।



এই প্রসঙ্গে নাফিস বলেন, "বাংলাদেশকে আমরা একটু আনস্টেবল অবস্থায় দেখেছি। মাঠের থেকে মাঠের বাইরের ব্যাপার নিয়ে বেশি আলোচনা হচ্ছে। হাথুরুসিংহে বাংলাদেশে ছিল। বাংলাদেশের খেলোয়াড়দের সম্পর্কে সে ভালো জানে। তার পরিকল্পনাও বেশ ভালো ছিল। তাকে নিয়ে খুব বেশি কথা হচ্ছে এটা না হওয়াই ভালো। এটা আসলে ইতিবাচক হয়নি বাংলাদেশের জন্য।"



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball