শুরুতেই হতাশ করলেন তামিম

ছবি:

শ্রীলংকা ১ম ইনিংসঃ ২২২ (৬৫.৩ ওভার) ( কুশল মেন্ডিস ৬৪, রোশন সিলভা ৫৬) আব্দুর রাজ্জাক ৪/৬৩, তাইজুল ইসলাম ৪/৮৩, মুস্তাফিজুর রহমান ২/১৭
বাংলাদেশ ১ম ইনিংসঃ ১১০ (৪৫.৪ ওভার) ( মিরাজ ৩৮*) লাকমাল ৩/২৫, দিলরুয়ান পেরেরা ২/২৫, আকিলা ধনঞ্জয়া ৩/২০
শ্রীলংকা ২য় ইনিংসঃ ২২৬ (অলআউট) (৭৩.৫ ওভার) (রোশন ৭০*) আব্দুর রাজ্জাক ১/৬০, মুস্তাফিজ ৩/৪৯, তাইজুল ৪/৭৬, মিরাজ ২/৩৭
লিডঃ ৩৩৮ রান
লক্ষ্য- ৩৩৯ রান
বাংলাদেশ দ্বিতীয় ইনিংসঃ ৮/১ (২ ওভার) (মমিনুল ৪*, ইমরুল ০*) (পেরেরা ১/৫)
বিশাল লক্ষ্যে ব্যাটিংয়ে নেমেই বিপদে বাংলাদেশ-

৩৩৯ রানের রেকর্ড লক্ষ্যে খেলতে নেমেই যথারীতি বিপদে পড়েছে বাংলাদেশ। দলীয় মাত্র ৩ রানের মাথায় ওপেনার তামিম ইকবালকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন লঙ্কান স্পিনার দিলরুয়ান পেরেরা। মাত্র ২ রান করে আউট হতে হয়েছে তামিমকে। এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের স্কোর ১ উইকেটে ৮ রান। ক্রিজে ইমরুল কায়েসের (০) সাথে যোগ দিয়েছেন মমিনুল হক (৪)।
তৃতীয় দিন সাবধানী শুরু করেছিলো শ্রীলঙ্কা-
ঢাকা টেস্টের দ্বিতীয় দিন ৮ উইকেটে ২০০ রান নিয়ে খেলা শেষ করেছিলো সফরকারী শ্রীলঙ্কা। এরপর আজ দুই উইকেট হাতে রেখে ৩১২ রানের লিড নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করেন দুই অপরাজিত ব্যাটসম্যান রোশন ডি সিলভা এবং সুরঙ্গা লাকমল। ব্যাটিংয়ে নেমে বেশ সাবধানী ভঙ্গিতেই খেলা শুরু করেছিলেন তারা। দলকে বড় লিড এনে দেয়ার পথে ভালোই ব্যাট করছিলেন দুই ব্যাটসম্যান।
তাইজুলের বলে অলআউট শ্রীলঙ্কা-
দ্বিতীয় দিনের শেষে চালকের আসনে ছিলো শ্রীলঙ্কা-
ঢাকা টেস্টের প্রথম দুই দিনই শ্রীলংকার পকেটে গিয়েছে এতে কোন সন্দেহ নেই। বাংলাদেশ থেকে ৩১২ রানে এগিয়ে আগের দিন শেষ করে সফরকারীরা। ব্যাকফুটে থাকা বাংলাদেশকে এদিন একাই জবাব দিয়েছিলেন টানা ৪ ইনিংসে ফিফটি হাঁকানো ব্যাটসম্যান রোশন সিলভা।
ডানহাতি এই ব্যাটসম্যান গত দিন অপরাজিত ছিলেন ৫৮ রান নিয়ে। তবে এদিন বাংলাদেশের মধ্যে সবচেয়ে সফল বোলার মুস্তাফিজুর রহমান। দ্বিতীয় ইনিংসে তিন উইকেট শিকার করেছেন এই বাঁহাতি পেসার।
বাংলাদেশ একাদশ-
তামিম ইকবাল, ইমরুল কায়েস, মমিনুল হক, লিটন কুমার দাস (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), মুশফিকুর রহিম, সাব্বির রহমান, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, আব্দুর রাজ্জাক, মুস্তাফিজুর রহমান।
শ্রীলঙ্কা একাদশ-
দিমুথ করুনারত্নে, কুশল মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, রোশন ডি সিলভা, দীনেশ চান্ডিমাল (অধিনায়ক), নিরোশান ডিকওয়েলা, দানুশকা গুনাথিলাকা, দিলরুয়ান পেরেরা, আকিলা ধনঞ্জয়া, রঙ্গনা হেরাথ, সুরঙ্গা লাকমল।