লঙ্কানদের বিপক্ষে মিরপুরে বাংলাদেশের সর্বনিম্ন স্কোর

ছবি:

ঢাকা টেস্ট যে ফলাফলের মুখ দেখবে এটি ম্যাচ শুরুর আগে থেকেই বলে আসছিলেন বাংলাদেশ এবং শ্রীলঙ্কা উভয় দলেরই অধিনায়ক। আর সেই ফল নিয়ে আসার লক্ষ্যে হয়তো একটু বেশিই তৎপর ছিলো বাংলাদেশ।
সেই কারনেই কিনা শ্রীলঙ্কার প্রথম ইনিংসে করা ২২২ রানের জবাবে ব্যাট করতে নেমে টেস্টের দ্বিতীয় দিনই মাত্র ১১০ রানে গুঁটিয়ে গেছে টাইগাররা। ফলে প্রথম ইনিংসে এত কম রান করেও ১১২ রানের লিড পেয়ে গেছে লঙ্কানরা।
সুতরাং এই টেস্ট যে চার দিনের মধ্যেই শেষ হয়ে যাবে তা অনেকটা হলফ করেই এখন বলা যাচ্ছে। এদিকে মাত্র ১১০ রানে অলআউট হয়ে যাওয়ার ফলে লঙ্কানদের বিপক্ষে ঢাকার মাঠে সর্বনিম্ন রানের লজ্জায় পড়তে হলো বাংলাদেশকে।
লঙ্কানদের বিপক্ষে এখন পর্যন্ত টেস্টে বাংলাদেশের দলীয় সর্বনিম্ন স্কোর ৬২ রান। তবে সেটি ছিলো কলম্বোতে। ২০০৭ সালে এই লজ্জার রেকর্ডে নাম লিখিয়েছিলো বাংলাদেশ। তবে ঢাকার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ১১০ রানই এখন পর্যন্ত সর্বনিম্ন।

দেখে নিন টেস্টে বাংলাদেশের সর্বনিম্ন পাঁচটি দলীয় স্কোর-
১। ৬২- প্রতিপক্ষঃ শ্রীলঙ্কা (২০০৭ সাল, কলম্বো)
২। ৮৬- প্রতিপক্ষঃ শ্রীলঙ্কা (২০০৫ সাল, কলম্বো)
৩। ৮৭- প্রতিপক্ষঃ ওয়েস্ট ইন্ডিজ (২০০২ সাল, ঢাকা)
৪। ৮৯- প্রতিপক্ষঃ শ্রীলঙ্কা (২০০৭ সাল, কলম্বো)
৫। ৯০ প্রতিপক্ষঃ শ্রীলঙ্কা (২০০১ সাল, কলম্বো)