মমিনুলকে আটকাতে লঙ্কানদের বিশেষ পরিকল্পনা

ছবি:

চট্টগ্রাম টেস্টে শ্রীলঙ্কার বোলারদের ওপর রীতিমত ছড়ি ঘুরিয়েছিলেন বাংলাদেশ দলের টপ অর্ডার ব্যাটসম্যান মমিনুল হক। প্রথম ইনিংসে ১৭৬ রান করার পর দ্বিতীয় ইনিংসে ১০৫ রানের আরেকটি দুর্দান্ত ইনিংস খেলেন মমিনুল।
সুতরাং দ্বিতীয় টেস্টে যে মমিনুলকে যেভাবেই হোক আটকাতে চাইবে লঙ্কানরা তা বলাই বাহুল্য। আর টাইগারদের লিটল মাস্টারকে আটকানোর জন্য বিশেষ কিছু পরিকল্পনাও করছে তাঁরা।
ঢাকা টেস্টের আগের দিন সংবাদ সম্মেলনে লঙ্কান অধিনায়ক চান্ডিমাল জানিয়েছেন এমনটাই। যদিও কি সেই পরিকল্পনা সেটি খোলাসা করেননি তিনি। শুধু বলেছেন,

‘চট্টগ্রামে সে (মমিনুল) অসাধারণ ক্রিকেট খেলেছে। সে টেস্ট ক্রিকেটে খুব ভালো, তার টেম্পারমেন্ট খুব ভালো। একই টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি করা সহজ কাজ নয়। এটা সব সময়ই বিশেষ কিছু। ওর জন্য এই ম্যাচে আমাদের কিছু পরিকল্পনা থাকবে। আশা করি, মাঠে বোলাররা তা বাস্তবায়ন করতে পারবে।'
চট্টগ্রাম টেস্টের উইকেট প্রসঙ্গেও এদিন কথা বলেছেন লঙ্কান অধিনায়ক। গত টেস্টের উইকেটকে বোলারদের জন্য দুঃস্বপ্ন হিসেবে আখ্যা দিয়েছেন তিনি। তবে সেখান থেকেও ইতিবাচক দিক বের করে আনার পক্ষে লঙ্কান দলপতি। তাঁর ভাষ্যমতে,
‘প্রথম কথা, ব্যাটসম্যানদের জন্য পিচটি সত্যি খুব ভালো ছিল। কিন্তু বোলারদের জন্য ভয়ঙ্কর দুঃস্বপ্নের। চট্টগ্রাম টেস্ট থেকে আমরা ইতিবাচক কিছু নিতে পারি। বাংলাদেশ ৫০০ (প্রথম ইনিংসে) করার পর আমরা ৭’শর বেশি রান করেছি; এটা কোনো কন্ডিশনেই সহজ নয়। একটা বড় স্কোর করতে পারাটা সবসময়ই দারুণ। এটা আমাদের জন্য প্লাস পয়েন্ট।'