কত কষ্ট করতে হয়, আমরা জানিঃ বিজয়

ছবি:

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) এবারের আসরের শুরুর ম্যাচে ব্যাট হাতে জ্বলে উঠেছেন টাইগার উইকেটরক্ষক ব্যাটসম্যান এনামুল হক বিজয়। খেলাঘর সমাজ কল্যাণ সমিতির বিপক্ষে বিজয়ের অনবদ্য ব্যাটিংয়ের উপর ভর করে ৯ উইকেটের জয় পেয়েছে আবাহনী লিমিটেড।
কিছুদিন আগেই দীর্ঘ ৩ বছর পর জাতীয় দলে ফেরেন এনামুল হক বিজয়। ত্রিদেশীয় সিরিজে নিজেকে প্রমাণের মঞ্চ পেয়েও ব্যাট হাতে চার ম্যাচেই ব্যর্থ হন এই টাইগার ক্রিকেটার।
প্রথম ম্যাচে ১৯ ও দ্বিতীয় ম্যাচে ৩৬ রানের পর। তৃতীয় ও চতুর্থ ম্যাচেও নিজেকে প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন তিনি। ফলাফল স্বরূপ ফাইনাল ম্যাচের দল থেকে বাদ পড়েন তিনি।

জাতীয় দলের ব্যর্থতার পর ঢাকা প্রিমিয়ার লিগে নিজেকে নতুন করে মেলে ধরার সুযোগ পান বিজয়। আগের আসরে গাজী গ্রুপ ক্রিকেটার্সের হয়ে খেললেও এবারের আসরে মাঠ মাতাচ্ছেন আবাহনীর হয়ে।
প্রথম ম্যাচেই ৭৩ বলে ৮৬ রান করে অপরাজিত ইনিংস খেলেছেন বিজয়। তার ইনিংসটি ৬টি চার ও ৫টি ছক্কায় সাজানো ছিল। ম্যাচ শেষে বিজয় জানিয়েছেন এমন উইকেটে ব্যাটিং করা সহজ না। তবে নিজে অপরাজিত ছিলেন এবং দল বড় ব্যবধানে জিতেছে এটা সামনের ম্যাচগুলোতে অনুপ্রেরণা দিবে বলে মনে করেন তিনি।
বিজয়ের ভাষ্যমতে, 'প্রথম ম্যাচটা আমরা সহজে জিততে পারলাম। নিজে অপরাজিত ছিলাম। এটাই ভালো লেগেছে। এগুলো বাকি ম্যাচগুলোতে অনুপ্রেরণা দিবে।'
ম্যাচের উইকেট প্রসঙ্গে বিজয় বলেন, 'দূর থেকে হয়ত মনে হয় বোলার অনেক ধীরে বল করছেন। অথবা উইকেটে কিছু হচ্ছে না। কিন্তু ব্যাটসম্যানরা জানেন কতটা কষ্ট করে ব্যাটিং করতে হয়। কোনো কিছুই সহজ না। এমন উইকেটে ব্যাটসম্যানদের জন্য ব্যাটিং করাটাও সহজ না। বোলারদের জন্য বোলিং করাটাও সহজ না।'