promotional_ad

'সব ফরম্যাটে খেলার সামর্থ্য আছে মমিনুলের'

promotional_ad

চট্টগ্রাম টেস্টে টানা দুই ইনিংসে সেঞ্চুরি করে সব আলো নিজের করে নিয়েছেন টাইগার ব্যাটিং তারকা মমিনুল হক। টেস্ট ক্রিকেটে এই বাঁহাতি নিয়মিত হলেও বেশ অনেকদিন ধরেই সীমিত ওভারের ক্রিকেটে ব্রাত্য তিনি।


বাংলাদেশ দলের সাবেক কোচ চান্ডিকা হাথুরুসিংহে মমিনুলকে টেস্ট ব্যাটসম্যান তকমা দিয়ে 'বাতিলের খাতায়' ফেলে দিয়েছিলেন। পরে অবশ্য হুমকির মুখে ফেলে দিয়েছিলেন মমিনুলের টেস্ট ক্যারিয়ারও।


২০১৪ সালে বাংলাদেশ দলের কোচ হওয়ার কয়েক মাস পরই ওয়েস্ট ইন্ডিজ সফরে মমিনুলের শর্ট বলে দুর্বলতা চোখে পড়ে হাথুরুসিংহের! গত মার্চে শ্রীলঙ্কা সফরে গল টেস্টে টানা দুই ইনিংসে দিলরুয়ান পেরেরার বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে আউট হলে অফ স্পিনের বিপক্ষে মমিনুলের ব্যাটিং নিয়েও প্রশ্ন তোলেন তিনি।



promotional_ad

ফলে কলম্বোতে বাংলাদেশের শততম টেস্টে সাইডলাইনে বসেই দলের খেলা দেখতে হয়েছিল মমিনুলকে। তারপর গত আগস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঢাকা টেস্টের আগে স্কোয়াড থেকেই বাদ দেয়া হয়েছিল এই সম্ভামনাময় ব্যাটসম্যানকে।


অবশ্য, সমর্থকদের কড়া প্রতিক্রিয়ায় কারণে বাঁহাতি টপ অর্ডার ব্যাটসম্যানকে দলে নিতে বাধ্য হয়েছিলেন বাংলাদেশ দলের নির্বাচকরা। তবে ঢাকা টেস্টে  উপেক্ষিতই ছিলেন এই ব্যাটিং তারকা।


এবার সেই উপেক্ষিত মমিনুলই হাথুরুসিংহের শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ওয়ানডে মেজাজে ১৭৬ রানের ইনিংস খেলার পর দ্বিতীয় ইনিংসে ম্যাচ বাঁচানো ১০৫ রানের ইনিংস খেলেছেন। 



চট্টগ্রাম টেস্টে দুর্দান্ত এই পারফর্মেন্সের পর স্বভাবতই সকলের প্রশংসায় ভাসছেন মমিনুল। এই তালিকায় রয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানও। সাকিবের মতে মমিনুলের  সব ফরম্যাটে খেলারই যোগ্যতা রয়েছে। তার দক্ষতা নিয়ে কোনো সন্দেহও নেই এই বিশ্বসেরা অলরাউন্ডারের। মমিনুল প্রসঙ্গে সাকিব বলেন,


'ওয়ানডেতে কে খেলবে আর কে খেলবে না সেটা সিদ্ধান্ত নেন কোচ, নির্বাচক, আর অধিনায়ক মিলে।  তারা যেটা ভালো মনে করবেন সেটাই করবেন। তবে আমি মনে করি, মমিনুলের সব ধরনের ফরম্যাটেই খেলার সামর্থ্য আছে। কোনো সন্দেহ নাই যে, সে অসাধারণ  একজন খেলোয়াড়।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball