promotional_ad

তবুও শতভাগ সন্তুষ্ট নন অধিনায়ক রিয়াদ

promotional_ad

চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে মমিনুলের ১৭৬, মুশফিকুর রহীমের ৯২ ও অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের অপরাজিত ৮৩ রানে ভর করে ৫১৩ রানের বড় পূঁজি পায় বাংলাদেশ দল।


শ্রীলঙ্কা নিজেদের প্রথম ইনিংসে ৭১৩ রান সংগ্রহ করে। তবে, ২০০ রানে পিছিয়ে থেকে কুঁকড়ে যায়নি স্বাগতিকরা। হারের শঙ্কার সামনে দাঁড়িয়ে দাপটের সঙ্গে মমিনুলের ১০৫ ও লিটনের ৯৪ রানে ৩০৭ রান তোলে টাইগাররা।


টাইগার অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ মনে করেন , ব্যাটসম্যনরা যে রান পেয়েছে এটাই প্লাস পয়েন্ট। তবে, মুশফিকুর রহিম ও লিটন দাসের অল্পের জন্য সেঞ্চুরি মিস কিছুটা পুড়াচ্ছে টাইগার দলপতিকে।



promotional_ad

'প্লাস পয়েন্টের কথা বলবো ব্যাটসম্যনরা সবাই রান পেয়েছে। কিন্তু মুশফিক ও লিটন সেঞ্চুরি পায়নি। ওরা তা প্রাপ্য ছিলো। তারপরও মুমিনুল ভালো করেছে। তামিম ভালো করেছে। ইমরুলও ভালো করেছে। সবাই কমবেশি ভালো ব্যাটিং করেছি।'


এই ম্যাচের ইতিবাচক ব্যাপারগুলো আগামী ম্যাচে কাজে লাগানোর অপেক্ষায় মাহমুদুল্লাহ। পরের টেস্টে এমন পরিস্থিতিতে পড়লে বোলারদের ধৈর্য্য ধরার পরামর্শ দিয়েছেন টাইগার অধিনায়ক।


মাহমুদুল্লাহর ভাষ্যমতে, 'ইতিবাচক ব্যপারগুলো আমরা নিবো এবং দ্বিতীয় ম্যাচে তা কাজে লাগাবো। বোলারদের জন্য ধৈর্য্যটা গুরুত্বপূর্ণ; পরেও যদি এমন পরিস্থিতি হয়। কখনো কখনো আমরা খুব ভালো বোলিং করেছি। কখনো লুজ বল দিয়েছি। বাউন্ডারি হয়েছে। বোলাররা আরো একটু ধৈর্য ধরলে হয়তো ভালো হবে।'





আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball