মমিনুল-লিটনের ব্যাটিংয়ে মুগ্ধ মাহমুদুল্লাহ

ছবি:

চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনের শেষ সেশনে বাংলাদেশ দল নিজেদের দ্বিতীয় ইনিংসে মাত্র ৮১ রানে টপ অর্ডারের ৩ উইকেট হারিয়েছিল। সাজঘরে ফিরেছিলেন তামিম, ইমরুল ও মুশফিক।
শেষ দিনে চতুর্থ উইকেটে ১৮০ রানের দুর্দান্ত জুটি গড়ে দলকে ইনিংস হার থেকে রক্ষা করেছেন লিটন কুমার দাস ও মমিনুল হক। মমিনুল প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও দাপুটে এক সেঞ্চুরি তুলে নিয়েছেন। অবশ্য লিটন দাস ব্যক্তিগত ৯৪ রানে আউট হয়েছেন।
ফলে, চট্টগ্রাম টেস্ট ড্র হয়েছে। ম্যাচ শেষে টাইগার দলপতি মাহমুদুল্লাহ রিয়াদ জানিয়েছেন, চতুর্থ দিনের শেষ সেশনে ৩ উইকেট হারালেও নিজেদের বিশ্বাসটা ধরে রাখার ব্যাপারে জোড় দিয়েছিলেন তিনি।

'প্ল্যান শুধু একটাই ছিলো যে আমরা জানতাম যে আমরা শেষ সেশনে তিনটি উইকেট হারিয়েছিলাম। আমাদের মধ্যে বিশ্বাসটি যেন থাকে, ঐ প্রাইডটা যেন থাকে, আমরা বাংলাদেশ দলকে রি প্রেজেন্ট করছি এবং ঐভাবে যেন আমরা রিঅ্যাক্ট করি, আমাদের অ্যাকশন গুলো যেন ওভাবেই হয়।'
তাছাড়া, টেস্ট বাঁচানো ইনিংস খেলার পর টাইগার দলপতি প্রশংসায় ভাসিয়েছেন মমিনুল হক ও লিটন দাসকে। এই দুই টাইগার ব্যাটসম্যানের পার্ফরম্যান্সে দারুণ খুশি মাহমুদুল্লাহ।
এই প্রসঙ্গে তিনি বলেন, 'আলহামদুলিল্লাহ্ যে আজকে মমিনুল এবং লিটন খুব ভালো ইনিংস খেলেছে। আমার মনে হয় এটি খুবই একটি ফাইটিং নক ছিলো। আমার খুব ভালো লাগছে ওরা যেভাবে খেলেছে এবং যেভাবে পারফর্ম করেছে আমি তাদের নিয়ে বেশ খুশি।'