টাইগার বোলারদের খাটুনির রেকর্ড

ছবি:

চট্টগ্রাম টেস্টের শুরু থেকেই চলছে ব্যাটসম্যানদের আধিপত্য। তবে, নিজেদের প্রথম ইনিংসে লঙ্কান ব্যাটসম্যানরা প্রায় আড়াই দিন টাইগার বোলারদের খাটিয়েছেন। বাংলাদেশ দলের বোলাররা প্রায় ২০০ ওভার বোলিং করেছেন।
যা বাংলাদেশের টেস্ট ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ওভার বোলিংয়ের রেকর্ড। শ্রীলঙ্কার বিপক্ষে চলতি চট্টগ্রাম টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ১৯৯ দশমিক ৩ ওভার বোলিং করেছে টাইগাররা।
সাদা পোষাকের ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে বেশি বোলিং করার রেকর্ডের তালিকায় এটি রয়েছে দ্বিতীয় স্থানে। এর আগে ২০১২ সালে এর চেয়ে বেশি ওভার বোলিং করেছিল বাংলাদেশ।

খুলনায় শেখ আবু নাসের স্টেডিয়ামে সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে ২০০ ওভার বোলিং করেছিল বাংলাদেশ দল। যা এখনও টাইগারদের সর্বোচ্চ ওভার বোলিং করার রেকর্ড হিসেবে টিকে আছে।
বাংলাদেশ দলের তৃতীয় সর্বোচ্চ বোলিংয়ের রেকর্ড ১৮৭ দশমিক ৫ ওভারের। ২০১৪ সালে ঢাকায় শ্রীলঙ্কার বিপক্ষে ১৮৭ দশমিক ৫ ওভার বোলিং করে বাংলাদেশ।
ওই ম্যাচে ৬ উইকেটে ৭৩০ রানে ইনিংস ঘোষণা করেছিল লঙ্কানরা। আর সেটিই বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার সর্বোচ্চ দলীয় সংগ্রহ। চলতি চট্টগ্রাম টেস্টে এর খুব কাছে গিয়ে ৭১৩ রানে ইনিংস ঘোষোণা করেছে লঙ্কানরা।