promotional_ad

১০০ রান বেশি দেয়ার আক্ষেপ টাইগারদের

promotional_ad

চট্টগ্রাম টেস্টের আগে দুই দলই স্পিন নিয়ে চিন্তা ভাবনা করেই সময় ব্যয় করেছে। তবে, চারদিন শেষে তার প্রতিফলন কমই দেখা গেছে জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে।


স্পিন সহায়ক উইকেট ভেবে দু দলই তিনজন করে বিশেষজ্ঞ স্পিনার খেলিয়েছে। দু দলের প্রথম ইনিংসেই এক একটা উইকেট পেতে  চাতক পাখির মতো অপেক্ষা করতে হয়েছে বোলারদের।


তবে, উইকেট শিকারে অবশ্য সফল স্পিনাররাই। লঙ্কানদের যে ৯ উইকেট পরেছে তার মধ্যে স্পিনারদের ঝুলিতে গেছে ৮ টি। বাকি একটি উইকেট দখল করেছেন মুস্তাফিজুর রহমান।



promotional_ad

চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিন শেষে স্কোরবোর্ডে রান উঠেছে ১৩০৭। যদিও দুই দলের তিন ইনিংসের খেলাই এখনো শেষ হয়নি। বংলাদেশ দল অবশ্য নিজেদের দ্বিতীয় ইনিংসে মাত্র ৮১ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকছে।


টাইগার স্পিনার তাইজুল ইসলাম মনে করেন ব্যাটিং সহায়ক উইকেট হলেও টাইগার বোলাররা নিজেদের প্রত্যাশিত বোলিংটা  করতে পারেনি। বল হাতে অন্তত ১০০ রান বেশি দিয়ে ফেলেছেন বলে মনে করছেন তিনি।


“এটা সত্যি যে, এটা ব্যাটিং উইকেট ছিল। তবে এটাও সত্য, আমরা প্রত্যাশিত মাত্রার বোলিং করতে পারিনি। ওদেরকে সাড়ে পাঁচশ-ছয়শর মধ্যে রাখতে পারতাম, তাহলে ভালো হতো। অবশ্যই ভালো ব্যাটিং উইকেট ছিল। তবে আমার মনে হয় অন্তত ১০০ রান বেশি দিয়ে ফেলেছি।”






আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball