১০০ রান বেশি দেয়ার আক্ষেপ টাইগারদের

ছবি:

চট্টগ্রাম টেস্টের আগে দুই দলই স্পিন নিয়ে চিন্তা ভাবনা করেই সময় ব্যয় করেছে। তবে, চারদিন শেষে তার প্রতিফলন কমই দেখা গেছে জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে।
স্পিন সহায়ক উইকেট ভেবে দু দলই তিনজন করে বিশেষজ্ঞ স্পিনার খেলিয়েছে। দু দলের প্রথম ইনিংসেই এক একটা উইকেট পেতে চাতক পাখির মতো অপেক্ষা করতে হয়েছে বোলারদের।
তবে, উইকেট শিকারে অবশ্য সফল স্পিনাররাই। লঙ্কানদের যে ৯ উইকেট পরেছে তার মধ্যে স্পিনারদের ঝুলিতে গেছে ৮ টি। বাকি একটি উইকেট দখল করেছেন মুস্তাফিজুর রহমান।

চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিন শেষে স্কোরবোর্ডে রান উঠেছে ১৩০৭। যদিও দুই দলের তিন ইনিংসের খেলাই এখনো শেষ হয়নি। বংলাদেশ দল অবশ্য নিজেদের দ্বিতীয় ইনিংসে মাত্র ৮১ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকছে।
টাইগার স্পিনার তাইজুল ইসলাম মনে করেন ব্যাটিং সহায়ক উইকেট হলেও টাইগার বোলাররা নিজেদের প্রত্যাশিত বোলিংটা করতে পারেনি। বল হাতে অন্তত ১০০ রান বেশি দিয়ে ফেলেছেন বলে মনে করছেন তিনি।
“এটা সত্যি যে, এটা ব্যাটিং উইকেট ছিল। তবে এটাও সত্য, আমরা প্রত্যাশিত মাত্রার বোলিং করতে পারিনি। ওদেরকে সাড়ে পাঁচশ-ছয়শর মধ্যে রাখতে পারতাম, তাহলে ভালো হতো। অবশ্যই ভালো ব্যাটিং উইকেট ছিল। তবে আমার মনে হয় অন্তত ১০০ রান বেশি দিয়ে ফেলেছি।”