পঞ্চম দিনের বিপদ সংকেত দিলেন তাইজুল

ছবি:

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চতুর্থ দিনের খেলা শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৮১ রান। লঙ্কানদের চেয়ে এখনও বাংলাদেশ দল পিছিয়ে আছে ১১৯ রানে।
চট্টগ্রাম টেস্টের পঞ্চম ও শেষ দিনে ৭ উইকেট নিয়ে দিন পাড়ি দেয়ার চ্যালেঞ্জ বংলাদেশ দলের সামনে। পঞ্চম দিনে ব্যাট করা যেকোনো দলের জন্যই বেশ কঠিন।
ম্যাচ বাঁচানোর লড়াইয়ে থাকা বাংলাদেশ চতুর্থ দিনের শেষ সেশনে দুই ওপেনার তামিম ইকবাল ও ইমরুল কায়েসের সঙ্গে হারায় মিডল অর্ডারে সবচেয়ে বড় ভরসা মুশফিকুর রহিমের উইকেট।

২৬.৫ ওভার ব্যাটিং করে ৩ উইকেট হারানো একটু বেশি হয়ে বলে একটু বেশি হয়ে গেছে বলে মনে করেন টাইগার স্পিনার তাইজুল ইসলাম। চতুর্থ দিন শেষেও মুশফিক উইকেটে থাকলে বেশ ভালো হতো বলে মনে করেন তিনি।
তাইজুলের ভাষ্যমতে, “আমার মনে হয়, যদি একটা উইকেট থাকত, তাহলে ঠিক ছিল। তিনটা উইকেট বেশি হয়ে গেছে। এই উইকেটে মুশফিক ভাই থাকলে আমাদের জন্য ভালো হতো।”
প্রথম তিন দিন উইকেট থেকে খুব বেশি টার্ন পাননি স্পিনাররা। তাইজুল মনে করেন চতুর্থ দিনে উইকেটের ভাষা পাল্টাতে শুরু করেছে। তাছাড়া শেষ দিনে আরও বিপদজনক কিছুর ইঙ্গিত দিয়েছেন এই টাইগার বঁহাতি স্পিনার।
চতুর্থ দিনের উইকেট প্রথম তিনদিনের মতো ছিলনা বলে জানিয়েছেন তাইজুল, ‘একই রকম ছিলো না। আজকে একটু চেঞ্জ ছিলো। আজকে চতুর্থ দিন ছিলো। যতো দিন যাবে, উইকেটের ততো খারাপ হতেই থাকবে। কালকের তুলনায় আজ বেশি হেল্প ছিলো।’