promotional_ad

সেরা ব্যাটসম্যানদের তালিকায় আফিফ

promotional_ad

যুব বিশ্বকাপে ব্যাট হাতে ভালো সময় কেটেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অলরাউন্ডার আফিফ হোসেনের। ছয় ম্যাচ খেলে আফিফের ব্যাট থেকে এসেছে ২৭৬ রান। ৮১ স্ট্রাইক রেট ও ৪৬ গড়ে রান তুলেছেন তিনি।


এবারের বিশ্বকাপে চারটি ফিফটি হাঁকিয়েছেন তিনি। বিশ্বকাপে আফিফের সর্বোচ্চ ইনিংস ছিল ৭১ রানের। ধারাবাহিক পারফর্মেন্সে এবারের যুব বিশ্বকাপে সেরা ব্যাটসম্যানদের তালিকায় জায়গা করে নিয়েছেন আফিফ।


দলের বিপদের মুখে ধারাবাহিকভাবে রান তোলা আফিফের অবস্থান অষ্টম স্থানে। এই তালিকায় শীর্ষে আছেন ওয়েস্ট ইন্ডিজের আলিক অ্যাথানাজে। ছয় ম্যাচে ৯৫ স্ট্রাইক রেট ও ১০৪ গড়ে সর্বোচ্চ ৪১৮ রান করে শীর্ষে থেকে আসর শেষ করেছেন।



promotional_ad

চ্যাম্পিয়ন দল ভারতের ওপেনার শুভমান গিল ছিলেন বিশ্বকাপের দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রাহক। ছয় ম্যাচের পাঁচ ইনিংসে ১১২ স্ট্রাইক রেটে ৩৭২ রান করেছেন তিনি।


ধারাবাহিক পারফর্মেন্সে বিশ্বকাপের ম্যান অব দ্যা টুর্নামেন্টও হয়েছেন শুভমান গিল। দক্ষিণ আফ্রিকার রায়ার্ড ভেন টন্ডার আছেন সেরা রান সংগ্রাহকের তালিকায়। ছয় ম্যাচের ছয় ইনিংসে ব্যাট করে ৩৪৮ রান করেছেন তিনি।


৯৪ স্ট্রাইক রেট ও ৬৯ গড়ে রান করে তালিকায় তৃতীয়তে রায়ার্ড ভেন টন্ডারের অবস্থান। এছাড়া নিউজিল্যান্ডের ফিন অ্যালান, ওয়েস্ট ইন্ডিজের কেগান সিমন্স আছেন যথাক্রমে চতুর্থ ও পঞ্চম স্থানে।




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball