এবার ছিটকে পড়লেন প্রোটিয়া অধিনায়কও

ছবি:

জানা গেছে প্রোটিয়াদের নিয়মিত অধিনায়ক ফাফ ডু প্লেসিস পুরো সিরিজ থেকেই ছিটকে পড়েছেন আঙ্গুলের ইনজুরির কারণে। শুধু এই সিরিজটি থেকেই নয়, ডু প্লেসিস খেলতে পারবেন না টি টোয়েন্টি সিরিজেও।
ডারবানে অনুষ্ঠিত প্রথম ওয়ানডেতে আঙ্গুলে আঘাত পেয়েছিলেন প্লেসিস। এরপরই স্ক্যান রিপোর্ট থেকে জানা গেছে চিড় ধরেছে তাঁর আঙ্গুলে। এই কারণে এই সিরিজে তো বটেই টি টোয়েন্টি সিরিজেও তাঁর সার্ভিস থেকে বঞ্চিত হতে হবে দলকে।

জানা গেছে অন্তত ৩-৬ সপ্তাহের জন্য ছিটকে পড়তে হয়েছে ডু প্লেসিসকে। প্রথম ম্যাচে দারুণ এক সেঞ্চুরি হাঁকানো ডু প্লেসিসের ছিটকে পড়া নিঃসন্দেহে দক্ষিণ আফ্রিকার জন্য বড় আঘাত।
তার ওপর পরবর্তী দুই ওয়ানডেতে থাকছেন না দলের অন্যতম সেরা ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্সও। (আরও পড়ুন- ভারতের বিপক্ষে ছিটকে পড়লেন ডি ভিলিয়ার্স)। সুতরাং সবমিলিয়ে বেশ বাজে সময়ের মধ্য দিয়েই যাচ্ছে প্রোটিয়ারা।
এদিকে ডু প্লেসিসের পরিবর্তে স্কোয়াডে ডাকা হয়েছে অলরাউন্ডার ফারহান বেহারদিয়েনকে। অপরদিকে উইকেট রক্ষক ব্যাটসম্যান হেনরিক ক্লাসেনকেও ওয়ানডে স্কোয়াডে রাখা হয়েছে কুইন্টন ডি ককের ব্যাকআপ হিসেবে। সূত্র- ক্রিকবাজ এবং পিটিআই