এবার ছিটকে পড়লেন প্রোটিয়া অধিনায়কও

promotional_ad
সফরকারি ভারতের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের প্রথমটিতে ৬ উইকেটের বড় ব্যবধানে পরাজিত হয়েছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। পরাজয়ের গ্লানির পাশাপাশি আরেকটি দুঃসংবাদও শুনতে হয়েছে প্রোটিয়াদের। 

জানা গেছে প্রোটিয়াদের নিয়মিত অধিনায়ক ফাফ ডু প্লেসিস পুরো সিরিজ থেকেই ছিটকে পড়েছেন আঙ্গুলের ইনজুরির কারণে। শুধু এই সিরিজটি থেকেই নয়, ডু প্লেসিস খেলতে পারবেন না টি টোয়েন্টি সিরিজেও।  


ডারবানে অনুষ্ঠিত প্রথম ওয়ানডেতে আঙ্গুলে আঘাত পেয়েছিলেন প্লেসিস। এরপরই স্ক্যান রিপোর্ট থেকে জানা গেছে চিড় ধরেছে তাঁর আঙ্গুলে। এই কারণে এই সিরিজে তো বটেই টি টোয়েন্টি সিরিজেও তাঁর সার্ভিস থেকে বঞ্চিত হতে হবে দলকে।


promotional_ad

জানা গেছে অন্তত ৩-৬ সপ্তাহের জন্য ছিটকে পড়তে হয়েছে ডু প্লেসিসকে। প্রথম ম্যাচে দারুণ এক সেঞ্চুরি হাঁকানো ডু প্লেসিসের ছিটকে পড়া নিঃসন্দেহে দক্ষিণ আফ্রিকার জন্য বড় আঘাত।


তার ওপর পরবর্তী দুই ওয়ানডেতে থাকছেন না দলের অন্যতম সেরা ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্সও। (আরও পড়ুন- ভারতের বিপক্ষে ছিটকে পড়লেন ডি ভিলিয়ার্স)।  সুতরাং সবমিলিয়ে বেশ বাজে সময়ের মধ্য দিয়েই যাচ্ছে প্রোটিয়ারা।


এদিকে ডু প্লেসিসের পরিবর্তে স্কোয়াডে ডাকা হয়েছে অলরাউন্ডার ফারহান বেহারদিয়েনকে। অপরদিকে উইকেট রক্ষক ব্যাটসম্যান হেনরিক ক্লাসেনকেও ওয়ানডে স্কোয়াডে রাখা হয়েছে কুইন্টন ডি ককের ব্যাকআপ হিসেবে। সূত্র- ক্রিকবাজ এবং পিটিআই



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball