promotional_ad

বিপিএলে 'সাক্ষাৎকার' দিয়ে বেকায়দায় ব্রাভো!

promotional_ad

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) কুমিল্লা ভিক্টোরিয়ান্স দলের হয়ে খেলতে আসার পরে স্থানীয় এক সাংবাদিককে ছোটো একটি সাক্ষাৎকার দিয়েছিলেন ক্যারিবিয়ান অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো। এবার সেই সাক্ষাৎকারই বিপদ ডেকে এনেছে তার। এর সূত্র ধরে জাতীয় দলের দরজাটাই বন্ধ হয়ে গিয়েছে তার!


ওই সাক্ষাৎকারের পরে নাকি খবর বের হয়েছিলো, উইন্ডিজ দলে আর খেলতে চান না ব্রাভো! আর এই খবরের জের ধরে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচগুলোর জন্য দল ঘোষণার ব্যাপারে তার সঙ্গে যোগাযোগই করেনি উইন্ডিজ ক্রিকেট বোর্ড।


ক্যারিবীয় বোর্ডের নির্বাচক কমিটির আহ্বায়ক কোর্টনি ব্রাউন এক বিবৃতিতে বলেন, "ডোয়াইন ব্রাভোর সঙ্গে আমরা যোগাযোগ করিনি, কারণ তিনি এর আগে ইঙ্গিত দিয়েছেন (বিপিএল চলাকালীন সময়ে) যে ওয়েস্ট ইন্ডিজের হয়ে আর খেলতে চান না।"



promotional_ad

আর ব্রাউনের এমন কথায় অবাক হয়েছেন ব্রাভো। তাৎক্ষনিক ভাবে তিনি জানান, "আমি স্পষ্ট বলতে চাই, গত ছয় মাসে আমার সঙ্গে বোর্ড চেয়ারম্যান কিংবা ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের কারও কথা হয়নি।


"আমাদের মধ্যে শুধু একবারই কথা হয়েছিল ২০১৬ সালে দুবাইয়ে টি-টোয়েন্টি সিরিজ চলার সময়। যখন তিনি বলেছিলেন, আমি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের চক্ষুশূল, আমি তরুণদের জন্য বাজে দৃষ্টান্ত। এটা খুবই হাস্যকর।"


তার কথাকে ভুলভাবে প্রচার করেছে বাংলাদেশী মিডিয়া, এমনটা উল্লেখ করে তিনি জানান, "বাংলাদেশ প্রিমিয়ার লিগে একজন সাংবাদিকের সঙ্গে সাক্ষাৎকারে আমি সম্প্রতি যা বলেছিলাম তা হলো, আমি ওয়ানডে ক্রিকেটে ফেরার সম্ভাবনা দেখছি না। আমার ইচ্ছে থাকা সত্ত্বেও। কারণ হলো বোর্ডের সঙ্গে আমার যোগাযোগের অভাব রয়েছে।"



ছবি কৃতজ্ঞতাঃ- ক্রিকইনফো 




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball