promotional_ad

লঙ্কানদের বিপক্ষে টাইগারদের সম্ভাব্য একাদশ

promotional_ad

বুধবার দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে খেলতে নামছে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। তবে এই ম্যাচের জন্য এখনও চূড়ান্ত একাদশ নির্বাচন করা হয়নি। মূলত ম্যাচের দিন উইকেট পরখ করে সকালেই সেরা একাদশ নির্বাচন করা হবে বলে জানা গেছে। 


তবুও একাদশে কারা থাকছেন এটা জানতে ভক্তকুলের একটা আগ্রহ থেকেই যায়। এবার আলোচনা করা যাক, ম্যাচে টাইগারদের সম্ভাব্য একাদশ নিয়ে। দলে কয়েকটি নাম বলতে গেলে পুরোপুরিই নিশ্চিত।


সেই তালিকায় রয়েছেন তামিম ইকবাল, ইমরুল কায়েস, মমিনুল হক, মুশফিকুর রহিম এবং অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। এই পাঁচজনের ব্যাটিং অর্ডারও ক্রমানুসারে হওয়ার সম্ভাবনা বেশি (যথাক্রমে ১,২,৩,৪,৫)।


এছাড়া বিশেষজ্ঞ উইকেটকিপার হিসেবে একাদশে সুযোগ পেতে পারেন লিটন কুমার দাস। তিনি ব্যাট করতে পারেন ছয় নম্বরে। কেননা ইমরুল কায়েস ওপেনে তামিমের সঙ্গী এবং মমিনুলের হকের তিনে নামার সম্ভাবনা যথেষ্ট বেশি। 



promotional_ad

এছাড়া সাত নম্বরে ব্যাট করার জন্য এবং বল হাতেও দলের শক্তি ভারি করার জন্য একাদশে মোসাদ্দেক হোসেনের নামটা বিবেচিত হওয়ার সম্ভাবনা বেশি। দলের সঙ্গে একমাত্র পেসার হিসেবে থাকতে পারেন মুস্তাফিজুর রহমান। 


বাকী থাকলো ৮,৯ এবং ১০ নম্বর পজিশন। স্পিন বান্ধব উইকেট সামাল দিতে স্কোয়াডে এরই মাঝে ছয়জন স্পিনারকে দলে ভিড়িয়েছে টাইগাররা। তবে সাম্প্রতিক পারফর্মেন্সে সবাইকে ছাড়িয়ে গেছেন মেহেদী হাসান মিরাজ। 


নিচের সারির দিকে ব্যাট হাতেও দলকে সার্ভিস দিতে পারবেন তিনি। তাই আট নম্বরে তার নামটাও একরকম অলিখিত। এছাড়াও এই টেস্টের মাধ্যমে দীর্ঘ চার বছর পরে একাদশে ফেরার সম্ভাবনা প্রবল স্পিনার আব্দুর রাজ্জাকের।


মূলত সাকিবের অনুপস্থিতিতেই দলে ঢুকেছেন তিনি, আর চট্টগ্রামের মাঠে তাঁর পারফর্মেন্সের পারদ যথেষ্ট উঁচুতে থাকায় তাঁর প্রতি ভরসা করতেই পারে দলের ম্যানেজমেন্ট। তবে আরেকটি কারণে তিনি এগিয়ে থাকবেন।



তাঁর ঘূর্ণি আক্রমণ সম্পর্কে লঙ্কান কোচ চন্ডিকা হাথুরুসিংহে খুব ভালমতো ওয়াকিবহাল নন। আর তাই রাজ্জাককে ঘিরে পরিকল্পনা করা সহজ হবে টাইগারদের। ঠিক একই কারণে অভিষেক হতে পারে নাঈম হাসানেরও।


অনূর্ধ্ব-১৯ দলের এই স্পিনার কন্ডিশনিং ক্যাম্পে হাথুরুসিংহের ছোঁয়া পেলেও লঙ্কান ব্যাটিং অর্ডারকে চমকে দেওয়ার ক্ষমতা রাখেন তিনি।  তবে কোনো কারণে যদি তরুণ তুর্কি নাঈম অথবা অভিজ্ঞ রাজ্জাককে দলে না নেয় ম্যানেজমেন্ট, তবে তাইজুল ইসলামকেই বেঁছে নিতে পারে তারা। তবে সানজামুল ইসলামের দলে না থাকাটা একপ্রকার নিশ্চিতই বলা চলে।


বাংলাদেশ একাদশ (সম্ভাব্য): তামিম ইকবাল, ইমরুল কায়েস, মমিনুল হক, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন দাস (উইকেটরক্ষক), মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান, তাইজুল ইসলাম/ নাঈম হাসান, আব্দুর রাজ্জাক, মুস্তাফিজুর রহমান


ছবি কৃতজ্ঞতাঃ- গেটি ইমেজ


আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball