প্রথম টেস্টেও থাকছেন না ম্যাথিউস

ছবি:

সম্প্রতি শেষ হওয়া ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচে হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়েছিলেন ওয়ানডে অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস।
এই ইনজুরিই তাঁকে পুরো সিরিজ থেকে ছিটকে দিয়েছিলো। এবার সেই ইনজুরির কারণে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টেও খেলা হচ্ছে না ম্যাথিউসের বলে জানা গিয়েছে।

বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তাই অভিজ্ঞ অলরাউন্ডার ম্যাথিউসকে ছাড়াই খেলতে নামতে হবে লঙ্কানদের।
শুধু প্রথম টেস্টেই নয়, দ্বিতীয় টেস্টেও ম্যাথিউসের খেলা অনিশ্চিত বলে জানা গেছে। বেশ কিছুদিন থেকেই ইনজুরির সাথে বাস করছেন লঙ্কান এই অলরাউন্ডার।
গত বছরের জানুয়ারি মাসে আঙ্গুলের ইনজুরিতে পড়েছিলেন তিনি। ফলে সেবার অস্ট্রেলিয়া সফরে দলের সাথে যেতে পারেননি।
এরপর নিজেদের মাটিতে বাংলাদেশের বিপক্ষে সিরিজেও তিনি অনুপস্থিত ছিলেন। সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে আবারো ক্রিকেটে ফিরেছিলেন ম্যাথিউস। কিন্তু সেই ফেরাটিও বেশিদিন স্থায়ী হলো না তাঁর।
উল্লেখ্য এখন পর্যন্ত ৭২টি টেস্ট খেলে ৪৪.২৭ গড়ে ৪৯১৪ রান সংগ্রহ করেছে ম্যাথিউস। যেখানে তাঁর শতক ৮টি এবং অর্ধশতক ৫৮টি। অপরদিকে বল হাতে তাঁর শিকার ৩৩টি উইকেট।