টাইগারদের একাদশে তিনটি পরিবর্তন?

ছবি:

শনিবার ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ম্যাচে শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশ দলে আসতে পারে বেশ কয়েকটি পরিবর্তন। যদিও এই ব্যাপারে এখনো নিশ্চিতভাবে কিছু জানা যায়নি, তবে প্রবল সম্ভাবনা আছে কয়েকটি পরিবর্তনের।
এখন পর্যন্ত সিরিজের চার ম্যাচে মাত্র ৫৫ রান করেছেন ওপেনার এনামুল হক বিজয়। ফাইনালে বিজয়ের পরিবর্তে খেলতে পারেন মোহাম্মদ মিথুন। যদিও বিজয়ের খেলার সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

জানা গেছে, একাদশে আসতে পারে আরও দুটি পরিবর্তন। সিরিজে এখন পর্যন্ত উল্লেখ করার মতো কিছু করে দেখাতে পারেননি দলের স্পিন অলরাউন্ডার নাসির হোসেন।
ফাইনাল ম্যাচে দর্শক হয়ে বসে থাকতে হতে পারে তাকে। আর তার পরিবর্তে দলে ঢুকতে পারেন আরেক স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। সিরিজে এখনো একটি ম্যাচেও খেলেননি মিরাজ।
এছাড়াও শ্রীলংকার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে একাদশে সুযোগ পেয়েছিলেন পেস অলরাউন্ডার আবুল হাসান রাজু। তবে উল্লেখ করার মতো কিছু করতে পারেননি তিনিও। তার পরিবর্তে একাদশে ফিরতে পারেন সাইফুদ্দিন।