সানজামুলকে সবুজ সংকেত দিলেন মাশরাফি

ছবি:

ত্রিদেশীয় সিরিজের গ্রুপ পর্বের শেষ ম্যাচ হারায় একাদশে বড় ধরণের পরিবর্তনের পক্ষপাতি নন টাইগারদের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। বরঞ্চ কন্ডিশন অনুযায়ী ফাইনালে আবারো দল সাজাতে চান তিনি।
তবে আগের ম্যাচে সুযোগ পাওয়া সানজামুল ইসলামকে রাখতে চাইছেন এই ম্যাচেও। তবে শ্রীলংকার বিপক্ষে বৃহস্পতিবারের ম্যাচে সুযোগ পাওয়া আবুল হাসান রাজুর জায়গাটা মোটামুটি অনিশ্চিতই বলা চলে। শুক্রবার দলের কম্বিনেশন প্রসঙ্গে সাংবাদিকদের জানান,
"স্পিনার তো অবশ্যই সাকিব আছে। সাথে একজন খেলে আসছিল। ওখান থেকে বেরুনোর সুযোগ নাই। স্পিনার একজন থাকবেই। এডিশনাল স্পিনার কাম ব্যাটসম্যান নাসির খেলেছিল। তো কে আসবে এখনো শিওর না।

"আর চারটা পেসার না তিনটা পেসার এখানে অবশ্যই আলোচনার ব্যাপার আছে। তবে আমরা একটা ম্যাচ হারার পর পুরো ব্যাপারটা এলোমেলো করার ইচ্ছা নাই। চার পেসারের জায়গায় এমন না যে একজন ব্যাটসম্যান বাড়িয়ে দেব। হয়ত মানুষটা চেঞ্জ হতে পারে কিন্তু পেসারের জায়গায় পেসারই খেলাবো।"
এদিকে ১৫ই জানুয়ারি ত্রিদেশীয় সিরিজ শুরুর পর থেকে প্রায় একটানা ম্যাচ খেলছে টাইগাররা। শেষ কয়েকদিনেই এক দিন পর পর ম্যাচ খেলেছে তারা। তবে এটা নিয়ে কোনো রকমের প্রশ্ন নেই মাশরাফির মনে।
"এখনকার আবহাওয়াটা সেরকম টাফ না, এটা সত্যি কথা। ওইদিক থেকে ভাবলে সমস্যা হবার কথা না। আর আমার মনে হয়, আমাদের এইসব এক্সকিউজ ড্রপ করার সময় এসেছে। এই ধরণের অজুহাত দেয়া ঠিক হবে না।
"আন্তর্জাতিক ক্রিকেট খেলতে গেলে এরকম ব্যাক টু ব্যাক ম্যাচ অনেক সময়ই আসবে। প্রথমদিকে যে ম্যাচগুলা খেলেছি, সেখানে কিন্তু দুই-তিনদিনের গ্যাপ ছিল। ছিল না তা না। এখন এই সময়ে এসে হয়তো একদিন পরে পরে ম্যাচ খেলতে হচ্ছে। এইটা আসলে মেনে নিতে হবে।"