promotional_ad

আবারো নকআউট, আবারো ভারত

promotional_ad

শুক্রবার যুব বিশ্বকাপের শেষ কোয়ার্টার ফাইনালে মাঠে নামছে উপমহাদেশের দুই দল ভারত এবং বাংলাদেশ। কুইন্সটাউনে বাংলাদেশ সময় ভোর সাড়ে তিনটায় শুরু হবে ম্যাচটি।


যুব বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিতে হলে এই ম্যাচে জয় ছাড়া বিকল্প নেই সাইফদের সামনে। আর ভারতের বিপক্ষে জয় পেলে সেমিফাইনালে প্রতিপক্ষ হিসেবে তারা পাবে এশিয়ার আরেক দল পাকিস্তানকে।


এদিকে এখন পর্যন্ত বিশ্বকাপে অপরাজিত দল ভারত। বি গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে জায়গাও করে নিয়েছে দলটি। গ্রুপ পর্বে অস্ট্রেলিয়াকে ১০০ রানের ব্যবধানে হারানোর পর পাপুয়া নিউ গিনি এবং জিম্বাবুয়ের বিপক্ষে সহজ জয় তুলে নিয়ে শেষ আট নিশ্চিত করেছিলো  প্রিথভি শহরের নেতৃত্বাধীন ভারত। 


এবারের বিশ্বকাপের অন্যতম শক্তিশালী দল ভারত। বর্তমান ফর্ম এবং পূর্বের  পারফর্মেন্সের বিচারে বাংলাদেশের চেয়ে অনেক গুণ এগিয়ে থেকেই মাঠে নামবে তারা।


অন্যদিকে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে নামিবিয়াকে ৮৭ রানে হারিয়ে শুভ সূচনা করে সাইফ বাহিনী। পরের ম্যাচে কানাডার বিপক্ষে ৬৬ রানের দাপুটে জয় পায় তারা। কিন্তু গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইংলিশদের কাছে হেরে গ্রুপ পর্বে রানার্স আপ হয়ে শেষ আট নিশ্চিত করে টাইগার যুবারা। 


নজরে থাকবেন যারাঃ


প্রিথভি শহঃ দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন এই ডানহাতি ব্যাটসম্যান। ভারতের যুবা দলের এই অধিনায়ক বিশ্বকাপের প্রথম ম্যাচ দুই ম্যাচ খেলেছেন ৯৪ এবং ৫৭ রানের দুর্দান্ত ইনিংস।



promotional_ad

আর তৃতীয় ম্যাচ দলের বাকি ব্যাটসম্যানদের সুযোগ দেয়ার জন্য ব্যাটিংয়ে নামেননি তিনি। ব্যাট হাতে দারুন ফর্মে থাকায় বাংলাদেশের বিপক্ষেও নজরে থাকবেন তিনি। 


আফিফ হোসেনঃ যুব বিশ্বকাপে বাংলাদেশ দলের সহ অধিনায়ক হিসেবে খেলছেন আফিফ। কানাডার বিপক্ষে তার অলরাউন্ড নৈপুণ্যেই সহজ জয় তুলে নিয়েছিল যুবারা।


ব্যাট হাতে ৫০ রানের ইনিংস খেলার পাশাপাশি বোলিংয়ে  ৪৩ রান দিয়ে ৫ উইকেট নেন তিনি। এছাড়াও গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ইংলিশদের বিপক্ষে তার ব্যাট থেকে আসে ৬৩ রানের ইনিংস। তাই ভারতের বিপক্ষে বাংলাদেশ দলের তুরুপের তাস হতে পারেন এই বাঁহাতি অলরাউন্ডার।


হেড টু হেডঃ


বিশ্বকাপে এখন পর্যন্ত তিন বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ এবং ভারত। যেখানে ২ বার জয় পেয়েছে ভারত এবং ১ বার  শেষ হাসি হেসেছে টাইগাররা। ২০০০ সালে প্রথম দেখায় বাংলাদেশকে ১২২ রানে হারায় ভারত।


পরবর্তীতে ২০০২ সালে এই ভারতকেই ২ উইকেটে হারিয়েছিল বাংলাদেশের যুবারা। কিন্তু ২০০৪ সালে আবারও ১৩১ রানের বড় ব্যবধানে হারতে হয় বাংলাদেশকে। বিশ্বকাপ ছাড়াও এখন পর্যন্ত ১৫ বারের দেখায় ১৩বার জিতেছে ভারত এবং ২ বার জিতেছে মিনি টাইগাররা।


বৈশ্বিক টুর্নামেন্টের নক আউট পর্বে ভারতের বিপক্ষে বাংলাদেশের রেকর্ড সুখকর নয়। জুনিয়রদের আগে সিনিয়ররা ২০১৫ সালের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ভারতের কাছে হেরেছিল বাংলাদেশ।



এরপর গেল বছরের চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনালে এই ভারতকেই প্রতিপক্ষ হিসেবে পায় বাংলাদেশ। সেই ম্যাচেও হার নিয়ে মাঠ ছাড়তে হয় মাশরাফিদের। আর এবার আরেকটি নক আউট ম্যাচে ভারতকে প্রতিপক্ষ হিসেবে পেল বাংলাদেশ। 


স্কোয়াডঃ


ভারতঃ প্রিথভি শহ (অধিনায়ক),শুভম্যান গিল, আরিয়ান জুয়াল, অভিষেক শর্মা, আর্ষদীপ সিং, হারভিক দেসাই, মনজোট কালরা, কমলেশ নগরকোটী, পঙ্কজ যাদব, রিয়ান পারাগ, ইশান পোরেল, হিমাংসু রানা, অনুুকুল রায়, শিবম মভি, শিভা সিং।


বাংলাদেশ: সাইফ হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, আমিনুল ইসলাম, হাসান মাহমুদ, মাহিদুল ইসলাম অঙ্কন, মোহাম্মদ নাঈম, মোহাম্মদ রকিব, নাঈম হাসান, পিনক ঘোষ, কাজী অনিক, রবিউল হক, রনি হোসেন, শাকিল হোসেন, টিপু সুলতান, তৌহিদ বিশ্বাস 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball