'লোয়ার অর্ডার' সাফল্যে ম্যানেজমেন্টকে কৃতিত্ব দিলেন তামিম

ছবি:

গত কয়েকমাস ধরেই টাইগারদের লোয়ার অর্ডারের ব্যাটিংয়ের পেছনে জোর দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শেষমুহূর্তে দলের জন্য গুরুত্বপূর্ণ কিছু রান এনে দিতেই বিসিবির এই উদ্যোগ। আর তাই মুস্তাফিজুর রহমানের মতো লেজের সারির ব্যাটসম্যানরা তৈরি করতে পেরেছেন নিজেদের।
এতদিন এর প্রতিফলন দেখা না গেলেও ত্রিদেশীয় সিরিজে টাইগারদের তৃতীয় ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচে এর প্রতিফলন দেখাতে পেরেছে টাইগাররা। ১৭০ রানে আট উইকেট থেকে ২১৬ তে গিয়ে দলীয় সংগ্রহ থামায় দলের লেজের সারির তিন ব্যাটসম্যান।
শেষদিকে সানজামুল ইসলাম (১৯), মুস্তাফিজুর রহমান (১৮) এবং রুবেল হোসেন (৮) মিলে অতিরিক্ত সহ ৪৬ রান যোগ করেছেন দলের রানে। আর তাতেই ধীর গতির উইকেটে চ্যালেঞ্জিং সংগ্রহ পেয়েছে টাইগাররা, যার কৃতিত্ব টিম ম্যানেজমেন্টকে দিয়েছেন তামিম। তামিমের মতে,

"তাদের কথা আপনাকে বলতেই হবে। আমাকে আবারও এখানে টিম ম্যানেজমেন্টের কথা বলতে হয়। কৃতিত্বটা অবশ্যই টিম ম্যানেজমেন্টকে দিতে হবেই। কারণ গেল এক দেড় মাসে তাদেরকে যেভাবে টিম ম্যানেজমেন্ট ব্যাট করার সুযোগ করে দিয়েছে সেটা বলতেই হবে।
"এরা প্রচণ্ড পরিমাণে ব্যাট করেছে। আর আজকে কিন্তু ৯,১০, ১১ নাম্বারের ব্যাটসম্যানরা মিলেই ৫০ রান করেছে। তারাই আসলে আজকের ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছে।"
এদিকে এখন সুসময় কাটালেও ব্যাট হাতে ২০১৪ সালের মাঝামাঝি দুরবস্থা ছিল তামিমের। এই সুদিনে এসে নিজের দুর্দিনের কথাও স্মরণ করেছেন দেশসেরা এই ওপেনার।
আবার খারাপ সময় আসলে কিভাবে তা কাটিয়ে উঠবেন সেটাও ঠিক করে রেখেছেন তামিম। "দেখুন, যখন খারাপ সময় আসে তখন একটা মানুষ আসলে বুঝতে পারে তার কি করা উচিত, কিভাবে খেলা উচিত।
"তো আবারও যদি এমন কিছু হয় তাহলে আমি আমার ব্যাসিকের দিকেই বেশি মনোযোগ দেবো। আশা করি আপনারাও চাইবেন না আমার আবারও এমন সময় আসুক। এখন যে ভালো সময় কাটছে সেটাকে যতদূর পারি লম্বা করবো ইন শা আল্লাহ।"