promotional_ad

ব্যাটিং ধ্বসের পেছনে নিজেকেই দায়ী করলেন তামিম

promotional_ad

দিন দিন যেন নিজেকে আরও বেশি পরিণত করে ফেলছেন টাইগার ওপেনার তামিম ইকবাল খান। রানের ক্ষুধাও যেমন বেড়েছে তার, ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনেও নিজের ক্রিকেটজ্ঞানের মাধুর্য তুলে ধরছেন তিনি।




যেমন ত্রিদেশীয় সিরিজে মঙ্গলবার জিম্বাবুয়ের বিপক্ষের ম্যাচের কথাই ধরা যাক। ম্যাচে এক পর্যায়ে দুই উইকেটে ১১২ রান থেকে আট উইকেটের বিনিময়ে ১৭০ রানে চলে যায় স্বাগতিক বাংলাদেশ। দারুণ ভাবে ব্যাটিং ধ্বসের এই দায় নিজের কাঁধে তুলে নিয়েছেন তামিম।




যদিও ম্যাচে ৭৬ রান করে দলের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনিই! "এ অবস্থার কারণ, আমি নিজেকে দায় দেবো। কারণ আমি অলরেডি ১০০ টা বল খেলে ফেলেছিলাম ওই সময়ে।  তো সিনিয়র হিসেবে তখন আমার দায়িত্ব ছিল এটলিস্ট ৪৫ ওভার পর্যন্ত খেলে আসা। 





promotional_ad

"যে সময় আমাদের দুইটা উইকেট, রিয়াদ ভাই-মুশফিক আউট হলো... আসলে যে কোনো নতুন ব্যাটসম্যানের জন্যই ওই উইকেটে গিয়ে ব্যাট করাটা সত্যিই খুব কঠিন। আমি বারবার বলছি, যে শুধু যদি এক রান করে নিতে পারতাম আরও ৬ ওভার তাহলে এটা হতো না।"




তবে এজন্য অবশ্য জিম্বাবুয়ে অধিনায়ক গ্রায়েম ক্রেমারের কৃতিত্বের কথাও মেনে নিয়েছেন তিনি। "আপনারা যদি ক্রেমারের বল দেখেন, একটা স্পিন করছে, আরেকটা সোজা চলে যাচ্ছে। সবমিলিয়ে খুব কঠিন ছিলো তাকে মোকাবেলা করা।




তবে দলীয় সংগ্রহ ২১৬ রান দেখে খুশিই হয়েছিলেন তামিম। কেননা '২০০ রানের বেশি করলেই ম্যাচ জিতবে বাংলাদেশ'-- এমন বিশ্বাস ছিল তার মনে। লো স্কোরিং ম্যাচে বোলারদের ভূমিকা জানাতে গিয়ে তামিম জানান,





 "আমরা একটা জিনিস বুঝতে পারছিলাম যে, ২০০ রানের উপরে যা-ই হোক না কেনো সেটা চেজ করা কঠিন হবে। যেটা বললাম, উইকেটতা অতো সহজ ছিল না। স্পিনারদের বিপক্ষে ব্যাট করাটাই বিশেষ করে কঠিন ছিলো। 




"একই সঙ্গে ফাস্ট বোলারদের জন্য বলে সিম মুভমেন্ট ছিলো। তো বুঝতে পারছিলাম ২০০ এর উপরে করলে একটা চান্স থাকবে। আর আর্লি উইকেট নিতে পারাটা হবে চাবিকাঠি। তো প্রথমেই আমরা তিন-চারটি উইকেট নিতে পেরেছি। এটা আসলে কাজে দিয়েছে।"



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball