promotional_ad

সাকিবও ম্যাচসেরার সমান দাবিদারঃ তামিম

promotional_ad

ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রথম তিনটি ম্যাচে টানা ফিফটি হাঁকিয়েছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল খান। প্রথম দুইটি ম্যাচেই জিম্বাবুয়ে এবং শ্রীলংকার বিপক্ষে যথাক্রমে ৮৪* এবং ৮৪ করেছিলেন তামিম।




তবে দলের হয়ে সবচেয়ে বেশি রান করলেও ম্যাচসেরা হননি তিনি। আর ব্যাটে বলে সমান নৈপুণ্য দেখিয়ে সেই দুটি ম্যাচের ম্যাচসেরা হয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এমনকি মঙ্গলবারের ম্যাচেও অলরাউন্ড নৈপুণ্য দেখিয়েছেন সাকিব।




ব্যাট হাতে ৫১ রান করার পরে বল হাতে নিয়েছেন তিন উইকেট। তাই মনে হচ্ছিলো এই ম্যাচেও ম্যাচসেরা তিনি হবেন। তবে সাকিবের অলরাউন্ড পারফর্মেন্স টপকে তামিমের ৭৬ রানকেই মূল্যায়ন করা হল। আর তাই মঙ্গলবারে জিম্বাবুয়ে বধের ম্যাচসেরা হলেন তামিম।


 



promotional_ad

তবে এই ম্যাচেও সাকিবকে ম্যাচসেরার দৌড়ে 'সমান' পর্যায়ে রাখছেন তামিম। সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, "আমার তো ভালোই লাগছে। যেটা আমি আগের প্রেস কনফারেন্সেও বলেছিলাম। আমি রিওয়ার্ড চাই, অ্যাওয়ার্ড না। 




আজও আমার ও সাকিবের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই (ম্যাচ সেরার পুরস্কারের জন্য) ছিলো। কারণ সেও হাফ সেঞ্চুরি করেছিলো এবং শুরুতেই দুটি উইকেট তুলে নিয়েছিলো। এটা যদি ওর কাছেও যেতো আমি মন খারাপ করতাম না কারণ আমি মনে করি সেও সমানভাবে এটার যোগ্য।




তবে ধীর গতির উইকেটে সাকিবের সঙ্গে ব্যাট করা সহজ ছিল না তামিমের সেটাও স্বীকার করে নিয়েছেন দেশসেরা এই ওপেনার। মাঝের দিকে দলের ব্যাটিং ছন্দপতনের দায়ভারও তুলে নিলেন নিজের কাঁধে। 





তামিম জানান, "আমরা সত্যি বলতে সেরাটা খেলতে পারিনি। আমরা উইকেট থেকে যতটা পারি মেসেজ পাঠাচ্ছিলাম। এই ধরণের উইকেটটাই যে কোনো নতুন ব্যাটসম্যানের জন্য ডিফিকাল্ট। 




"তো প্রথম ২০-২৫টা বল যখন খেলে ফেলবেন তখন আসলে আপনি বুঝতে পারবেন আপনি কিভাবে খেলবেন, কোনটা খেলবেন এসব। যেটা বললাম, নতুনদের জন্য কঠিন ছিলো। আমি অথবা সাকিব যদি ৪৫ ওভার পর্যন্ত খেলতে পারতাম তাহলে হয়তো এই কলাপ্সটা হতো না।"



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball