promotional_ad

ক্রেমারের কাছে তামিমের উইকেটই সেরা

promotional_ad

লো স্কোরিং ম্যাচে বাংলাদেশকে রীতিমতো ভয় পাইয়ে দিয়েছিলো জিম্বাবুয়ে। ২১৬ রানে টাইগারদের আটকে রাখলেও দলের ব্যাটিং ব্যর্থতায় সেই রান টপকে জিততে পারেনি জিম্বাবুয়ে। ম্যাচ শেষে তাই আফসোস, জিম্বাবুয়ে দলপতি গ্রায়েম ক্রেমারের।




তবে নিজের দলের প্রশংসা করতে ভুল করেননি ক্রেমার। ম্যাচে টস তেমন কোনো ভূমিকা পালন করেনি বলে দাবী করছেন তিনি। তবে টানা তিন ম্যাচে ফিফটি হাঁকানো তামিম ইকবালের উইকেট নিয়ে গর্বিত জিম্বাবুয়ে অধিনায়ক। 





promotional_ad

ম্যাচ শেষে পুরস্কার বিতরণীতে জানিয়েছেন, "উইকেট কঠিন ছিল। দুই দলের খেলায় মিল থাকলেও সেখানে কিছুটা ভিন্নতা ছিল। টস খুব একটা ভূমিকা রাখতে পারেনি। বোলিংয়ে আমরা দারুণ করেছি। তাদের ২১৬ রানে আটকে রাখাটা ভালোই সফলতা ছিল।




"তবে ব্যাটিং খারাপ ছিল আমাদের। বিশেষ করে তামিমের উইকেটটি ভালো লেগেছে আমার কাছে। তবে ব্যাটিংয়ে আমরা খুব সাধারণ মানের আউট হয়েছি। দ্রুত উইকেট পতনের পড়ে ম্যাচে ফেরা কঠিন।" 





তবে ত্রিদেশীয় সিরিজের এই সফরকে শিক্ষামূলক সফর হিসেবেই দেখছেন জিম্বাবুয়ে দলপতি। দলের তরুণ ক্রিকেটাররা এই সফর থেকে কিছু শিখবে বলে আশাবাদ ব্যক্ত করছেন তিনি। একইসাথে সিরিজের ফাইনালে যাওয়ার স্বপ্নও দেখছেন তিনি।




"এখন পর্যন্ত ত্রিদেশীয় সিরিজ উপভোগ করছি আমরা। মুজারাবানির মতো কয়েকজন তরুণ এদেশে এনে ভালো করেছি আমরা। আশা করি, ফাইনাল খেলবো। তারপরেও আমি বলবো আমরা এখানে অনেক কিছু শিখছি, বিশেষ করে দলের তরুণরা।"



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball