promotional_ad

তামিমের চাঁদের কলঙ্ক

promotional_ad

ওপেনার হিসেবে ক্যারিয়ারের বসন্তকাল কাটাচ্ছেন তামিম ইকবাল খান। ২০১৫ সালের বিশ্বকাপের পর নিজেকে ওয়ানডে ক্রিকেটে বিশ্বের অন্যতম সেরা ওপেনারে পরিনত করেছেন তিনি। পঞ্চাশ ছাড়ানো গড়ে নিয়মিত বড় রানের দেখা পেয়েছেন।


তার ব্যাটে চড়েই ধারাবাহিক ভাবে উড়ন্ত সূচনা পেয়ে আসছে বাংলাদেশ দল। তবে পরিনত তামিম ক্যারিয়ারের বাঁক বদলের সাথে ভালোই পরিচিত। জানেন ভালো সময় ধরে রাখাই সবচেয়ে কঠিন কাজ। তাই সন্তুষ্টিতে ভুগতে চান না ক্ষুধার্ত তামিম। ভালো সময়ের পুরো ফায়দা নিতে চান তিনি।


'সত্যি কথা আমি নিজে কখনও মনে করি না আমি কিছু করে ফেলেছি। রিল্যাক্সের ভাব এসে যাবে বা অন্য কিছু। শেষ দুই-তিন বছর  ভাল করেছি। আমি আমার চেষ্টা সবসময় একরকম রেখেছি। মাইন্ডসেট সবসময় এক। মাইন্ডসেট সবসময় এক থাকুক, ব্যাটিংয়ের প্রসেস সব সময় এক। 



promotional_ad

ফাইনালি আমি সেটা করতে পারছি।  একটা মিনিটও সম্ভব নয় আপনি রিল্যাক্স হয়ে ব্যাটিং করবেন। এটা বিশ্বাস করি ক্রিকেট এমন একটা খেলা যেখানে শতভাগ দিলে ফেরত পাওয়া যায়। খারাপ ফর্ম, আমরা সবাই জানি এটা একটা সার্কেল। খারাপ ফর্ম থাকবেই। তাই ফর্মে থাকলেও যতটা ম্যাক্সিমাইজ করা যায়।'


চাঁদেরও কলঙ্ক থাকে। তামিম অবিশ্বাস্য ফর্মে থাকলেও কনভারশন রেটের দিক থেকে অনেকের চেয়ে পিছিয়ে আছেন তিনি। কয়েকদফা সেঞ্চুরির সুযোগ পেয়েও মনোযোগ হারিয়েছেন তিনি। আক্ষেপটা সবচেয়ে বেশি তামিমের। সাংবাদিকদের বলেছেন,


'সত্যি আমার নিজের কাছে খারাপও লাগে। আমার আরও অনেক সেঞ্চুরি করা উচিত ছিল। হ্যাঁ সেঞ্চুরির সংখ্যা দুই অঙ্কে যত দ্রুত নেওয়া যায় সেটা আমার লক্ষ্য থাকবে। ডাবল ফিগার দেখতেও ভাল্লাগে, শুনতেও ভাল্লাগে। কিন্তু দিনশেষে বলতে গেলে ১৭০ টার বেশি ম্যাচ খেলে ফেলেছি। এবং প্রায় ৪০ টার মতো ফিফটি করেছি। ওইদিকে থেকে চিন্তা করলে এটা হতাশাজনক যে আমার আরও সেঞ্চুরি করা উচিত ছিল।'




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball