রাজার দুর্দান্ত পারফরমেন্সের নেপথ্যে বিপিএল

ছবি:

চলতি ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত ফর্মে আছেন জিম্মাবুইয়ান তারকা অলরাউন্ডার সিকান্দার রাজা। ব্যাট হাতে দুই ম্যাচেই রান পেয়েছেন। বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে ৫২ রান করার পর দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে খেলেন অপরাজিত ৮১ রানের দুর্দান্ত ইনিংস।
তাছাড়া, ২ ম্যাচে বল হাতেও তিন উইকেট নিয়েছেন এই অফস্পিনিং অলরাউন্ডার। রাজার সতীর্থ্য জিম্বাবুয়ের আরেক তারকা ক্রেগ আরভিন মনে করেন তার এমন ফর্মের পেছনে বড় অবদান আছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের। চলতি মৌসুমে চিটাগাং ভাইকিংসের হয়ে খেলেছিলেন রাজা।

এই প্রসঙ্গে আরভিন বলেন, ‘রাজা চলতি মৌসুমে চিটাগং ভাইকিন্সের হয়ে বিপিএলে দুর্দান্ত খেলেছেন। তাই এখানকার আবহাওয়া তার চেনা। সহজেই নিজেকে মানিয়ে নিয়েছেন। শুধু ব্যাট নয় বল ও ফিল্ডিংয়েও সেরা। সে আমাদের দলের অন্যতম সেরা এক খেলোয়াড়।’
এদিকে, রবিবার সিরিজে নিজেদের তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে জিম্বাবুয়ে। এর মধ্যে প্রথম দুই ম্যাচে হেরেই সিরিজ থেকে প্রায় ছিটকে গেছে লঙ্কানরা। তবে দলটি কোণঠাসা হলেও বাজে কোনো দল নয় বলে মনে করেন আরভিন।
লঙ্কানরা জিম্বাবুয়ের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ হেরেছে মাত্র ১২ রানের ব্যবধানে। তারপর, শুক্রবার বাংলাদেশের বিপক্ষে ১৬৩ রানের বড় ব্যবধানের হার লঙ্কানদের আত্মবিশ্বাস দুমড়ে মুচড়ে দেয়ার জন্য যথেষ্ঠ। ফলে, প্রথম দুই ম্যাচের মধ্যে একটিতে জিতে মানসিকভাবে এগিয়ে থেকেই মাঠে নামবে জিম্বাবুয়ে এমনটাই জানিয়েছেন আরভিন।
'আমি নিশ্চিত তারা ফিরে আসতে উদগ্রীব থাকবে।' এর সাথে তিনি মনে করিয়ে দেন ফাইনালে ওঠার হিসেব নিকেশ, 'ফাইনালে খেলতে হলে তাদের পরের দুটি ম্যাচই জিততে হবে। আমাদের জিততে হবে মাত্র একটি। জানি ওরা খুব কঠিনভাবে আমাদের বিপক্ষে লড়তে চাইবে। আমাদেরও তাদের ওপর ঝাঁপিয়ে পড়তে হবে যদিও একবার তাদের এর মধ্যে হারিয়েছি।'