promotional_ad

টানা দ্বিতীয় জয়ের লক্ষ্যে কানা??ার মুখোমুখি টাইগার যুবারা

promotional_ad

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের এবারের আসরে নামিবিয়াকে উড়িয়ে দিয়ে দুর্দান্ত শুরু পেয়েছে টাইগার যুবারা। সোমবার ‘সি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে টাইগাররা। সেই হাইভোল্টেজ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ কানাডা। এই গুরুত্বপূর্ণ ম্যাচেও জয়ের ধারা অব্যাহত রাখতে দৃঢ় প্রতিজ্ঞ বাংলাদেশ দল।




নিউজিল্যান্ডের লিঙ্কনে বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে ভোর সাড়ে ৩টায়। বাংলাদেশ ও নামিবিয়া একটি ম্যাচ খেলে ফেললেও গ্রুপের অপর দুই দল কানাডা ও ইংল্যান্ডের এখনো মাঠে নামা হয়নি। তবে, দিনের দ্বিতীয় ও শেষ ম্যাচে কুইন্সটাউনে একই সময়ে ইংলিশদের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে নামিবিয়া।





promotional_ad

শনিবার যুব বিশ্বকাপের শুরুর দিন বৃষ্টির বাধায় পড়ে দুটি ম্যাচ। এর মধ্যে ছিল জুনিয়র টাইগারদের ম্যাচটিও। ফলে ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ২০ ওভারে। নির্দিষ্ট ২০ ওভারে স্কোরবোর্ডে চার উইকেট হারিয়ে ১৯০ রান তুলে ৮৭ রানের জয় তুলে নেয় সাইফ-আফিফরা।




টাইগারদের বড় লক্ষ্যের জবাবে ৬ উইকেট হারিয়ে ১০৩ রান করতে সমর্থ হয় নামিবিয়া। ৪৮ বলে ৮৪ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে ম্যাচ সেরা হন বাংলাদেশ যুব দলের অধিনায়ক সাইফ হাসান। এদিকে, গত দু’বছর আগে ঘরের মাঠে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সেমিফাইনাল খেলেছিল মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন বাংলাদেশ দল।





এবার, শিরোপা জয়ের লক্ষ্যেই নিউজিল্যান্ডে পাড়ি জমিয়েছে টাইগার যুবারা। তবে, নিউজিল্যান্ডের মাটিতে কঠিন কন্ডিশনে লক্ষ্য পূরণ করা বেশ চ্যালেঞ্জিং তাদের জন্য। তবে, তারপরও বাংলাদেশ দল নিয়ে আশাবাদী সংশ্লিষ্টরা।




পিনাক ঘোষ, আফিফ হোসেন, কাজী অনিকদের মতো একঝাঁক উঠতি তারকা প্রত্যাশা পূরণের লক্ষ্যেই নিজেদের সেরাটা ঢেলে দিচ্ছেন। সাইফ হাসান ও পিনাক ঘোষ ২০১৬ সালের বিশ্বকাপের স্কোয়াডেও ছিলেন। বাকিরা এই বৈশ্বিক আসরে প্রথমবারের মতো খেলছেন।




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball