promotional_ad

ইংলিশ মিডিয়ার বছরের সেরা সাকিব-মুশফিক

promotional_ad

সাদা পোশাকের ক্রিকেটে চলতি বছরটা দুর্দান্ত  গিয়েছে দুই টাইগার ব্যাটিং কাণ্ডারি সাকিব আল হাসান ও মুশফিকুর রহীমের। এই অসাধারণ পারফরমেন্সের সুবাদে ইংল্যান্ডের দৈনিক দ্যা গার্ডিয়ানের বছরের সেরা একাদশে জায়গা করে নিয়েছেন দুই টাইগার তারকা।




চলতি বছর, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজ ড্র করেছে বাংলাদেশ দল সেখানে দারুণ অবদান ছিল সাকিব-মুশফিকের।  বছরের শুরুতে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ডভাঙা জুটি দিয়ে শুরু দুজনের। সেই ওয়েলিংটনেই ডাবল সেঞ্চুরি দিয়ে স্বপ্নের মতো বছরের শুরু করেছিলেন সাকিব।




এই অলরাউন্ডারের সঙ্গে রেকর্ডগড়া জুটির সঙ্গী মুশফিকও পেয়েছেন সেঞ্চুরি। এরপর শততম টেস্টে এসে শ্রীলঙ্কার সঙ্গে কলম্বোতে জয়েও সাকিব পথ দেখিয়েছেন সামনে থেকে। তবে চলতি বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজের সেরা পারফরমেন্স দেখিয়েছেন এই টাইগার ক্রিকেটার। মিরপুর টেস্টে দশ উইকেটের সঙ্গে ফিফটিতে বলতে গেলে একাই অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিয়েছিলেন সাকিব।





promotional_ad

সব মিলিয়ে চলতি বছর ৪৭.৫ গড়ে ৬৬৫ রান করেছেন তিনি। বল হাতে, ৩৩.৩৭ গড়ে নিয়েছেন ২৭ উইকেট। এদিকে, মুশফিকুর রহিমের বছরের শুরুটাও ছিল ওয়েলিংটনের সেঞ্চুরি দিয়ে। এরপর ভারতের বিপক্ষে হায়দ্রাবাদে দুর্দান্ত আরেকটি ইনিংস খেলেছিলেন তৎকালীন টাইগার অধিনায়ক। তারপর, শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার সঙ্গে সেঞ্চুরি না পেলেও পরিস্থিতির বিচারে মূল্যবান দুটি অর্ধশতরানের ইনিংস খেলেছেন মুশফিক।




দক্ষিণ আফ্রিকা সফরে সবচেয়ে বাজে সময় কাটিয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। সব মিলে চলতি বছর ৫৪.৭১ গড়ে ৭৬৬ রান করেছেন মুশফিক। কিপিংয়ে ১২টি ক্যাচের সঙ্গে করেছেন দুইটি স্টাম্পিং। এই পারফরম্যান্সের সুবাদেই গার্ডিয়ানের একাদশে জায়গা করে নিয়েছেন মুশফিক।




বছর জুড়ে, দুর্দান্ত পারফরমেন্স করে এই একাদশের ওপেনার হিসেবে জায়গা করে নিয়েছেন অজি তারকা ডেভিড ওয়ার্নার ও প্রোটিয়া ওপেনার ডিন এলগার। ওয়ানডাউনে আছেন ভারতীয় ক্রিকেটার চেতেশ্বর পূজারা। এর ঠিক পরেই আছেন অজি অধিনায়ক স্টিভেন স্মিথ। স্মিথের পরের স্থানটি ভারতীয় অধিনায়ক ভিরাট কোহলির।





ছয় ও সাত নম্বরে আছেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহীম। একাদশের চার বোলারের মধ্যে তিনজনই পেসার, মিচেল স্টার্ক, জেমস অ্যান্ডারসন ও কাগিসো রাবাদা। এই একাদশে সাকিব ছাড়া স্পেশালিষ্ট স্পিনার হিসেবে আছেন অজি স্পিনার নাথান লায়ন। 




গার্ডিয়ানের একাদশঃ ডেভিড ওয়ার্নার, ডিন এলগার, চেতেশ্বর পূজারা, স্টিভ স্মিথ, বিরাট কোহলি, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মিচেল স্টার্ক, নাথান লায়ন, জেমস অ্যান্ডারসন, কাগিসো রাবাদা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball