নিষেধাজ্ঞা শেষে বিশ্বকাপে খেলার আশায় টেইলর

ছবি: জিম্বাবুয়ের জার্সিতে ব্র্যান্ডন টেইলর

শুরুতে কোচিংয়ে যুক্ত হওয়ার ইচ্ছে থাকলেও ২০২৭ ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে আবারও জাতীয় দলে ফেরার ভাবনায় আছেন টেলর। সাউথ আফ্রিকা, নামিবিয়ার সঙ্গে সেই বিশ্ব আসরের সহ-আয়োজক জিম্বাবুয়ে।
জিম্বাবুয়ে সিরিজের সূচি প্রকাশ, মিরপুরে নেই কোনো টেস্ট
৮ মার্চ ২৫
এই বিশ্বকাপে ফিরতে টেলরকে রাজি করিয়েছেন জিম্বাবুয়ে ক্রিকেটের ব্যবস্থাপনা পরিচালক গিভমোর ম্যাকোনি। সম্প্রতি ইএসপিএন ক্রিকইনফোর সঙ্গে আলাপকালে ক্রিকেটে ফেরার ভাবনার কথা জানিয়েছেন টেলর।
তিনি বলেছেন, ‘আমি এখনো খেলতে চাই এবং আমার বিশ্বাস খেলোয়াড় হিসেবে ইমপ্যাক্ট রাখতে পারব। আগে দেখতে চাই, শারীরিক ও মানসিকভাবে কোন অবস্থায় আছি। যদি মনে হয় হচ্ছে না, তাতে মোটেও অন্য কিছু ভাবব না। গিভমোর আমাকে সত্যিই সমর্থন দিয়েছেন।’

ক্রিকেটে ফিরলেও কোচিং পেশাই বেছে নিতে চেয়েছিলেন টেলর। সেই ভাবনার কথা জানিয়ে তিনি বলেন, ‘কোচ হিসেবে ক্যারিয়ার গড়ার কথা তিনি (গিভমোর) বাদ দিতে বলেছেন এবং জিজ্ঞেস করেছেন, তুমি কি ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত খেলা চালিয়ে যেতে পারবে? তখন আমার বয়স ৪১ বছর হবে। তবে ধৈর্য ধরে খেললে সেরাটা দিতে পারব।’
২০২২ সালের জানুয়ারিতে টেলর আইসিসির দুর্নীতি বিরোধী ধারা ভঙ্গ করার কথা স্বীকার করেন। জানান তাকে কোকেট খাইয়ে ও ১৫ হাজার ডলার দিয়ে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব দেয়া হয়। সেই প্রস্তাবে রাজি না হলে ভিডিও ফাঁস করে দেয়ার হুমকি দেয়া হয়।
এরপর জেনেশুনেই ক্রিকেটের অন্ধকার জগতে পা বাড়িয়েছিলেন জিম্বাবুয়ের হয়ে ৩৪ টেস্ট, ২০৫ ওয়ানডে ও ৪৫ টি-টোয়েন্টি খেলা এই ক্রিকেটার। আন্তর্জাতিক ক্রিকেটে তার নামের পাশে আছে প্রায় ১০ হাজার রান। ১৭টি সেঞ্চুরির সঙ্গে তার রয়েছে ৫৭টি হাফ সেঞ্চুরি।